আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে স্থানীয় সময় গতকাল বুধবার ভোর ৫টা নাগাদ জামিয়া নগরের একটি ইলেক্ট্রিক গাড়ি পার্কিং লটে অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ১১টি ইউনিট ছুটে আসে। কয়েক ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকা-ের ঘটনায় ৯০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এদরে মধ্যে রয়েছে ১০টি ইলেক্ট্রিক গাড়ি, একটি বাইক, দুটি স্কুটি এবং ৩০টি নতুন ই-রিকশা। আরও অন্তত ৫০টি ই-রিকশা সেখানেই রাখা ছিল। সবগুলোই আগুনে পুড়ে গিয়েছে। দমকল সূত্র জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। সম্প্রতি দিল্লিতে বেড়েছে অগ্নিকা-ের ঘটনা। কিছুদিন আগে একটি অফিসবাড়িতে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো অগ্নিকা-ের ঘটনা ঘটেছে দিল্লিতে।
জনপ্রিয় সংবাদ

























