ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

দিল্লিতে গড় আয়ু কমেছে প্রায় ১০ বছর

  • আপডেট সময় : ০১:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণ কবলিত শহর ভারতের রাজধানী দিল্লিতে মানুষের গড় আয়ু কমেছে প্রায় দশ বছর। ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স এ প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে। এতে আরও দেখা গেছে ভারতের আরেক শহর লখনৌতে গড় আয়ু কমেছে ৯.৫ বছর। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স একটি দূষণ সূচক। এতে জীবন প্রত্যাশায় বায়ু দূষণের কণার প্রভাব প্রতিফলিত হয়। ওই সূচকে দেখা গেছে ইন্দো-গাঙ্গেয় সমভূমি পৃথিবীর সবচেয়ে দূষিত অঞ্চল। বলা হয়েছে, দূষণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অর্ধশত কোটিরও বেশি মানুষের প্রত্যাশিত আয়ু কমবে গড়ে ৭.৬ বছর। এর ফলে ধূমপানের চেয়েও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে বায়ু দূষণ। ধূমপানে আয়ু কমে ১.৫ বছর আর শিশু ও মাতৃ অপুষ্টিতে আক্রান্তদের কমে ১.৮ বছর। বাংলাদেশের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দূষিত দেশ ভারত। ২০২০ সালের তুলনায় ইন্দো-গাঙ্গেয় সমভূমির বিস্তৃত এলাকায় দূষণ অনেক বেড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটিরে লেখকেরা বলছেন বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বায়ু দূষণ। এর ঝুঁকি ভ্রুণ পর্যায় থেকে শুরু হয় বলে জানান তারা। লকডাউন সত্ত্বেও ২০২০ সালে ভারতে বায়ু দূষণের মাত্রা বাড়তে থাকে। এতে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু প্রায় পাঁচ বছর কমে যায়। অথচ সেই সময়ে সারা বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু কমে ২.২ বছর। এই সংকট দক্ষিণ এশিয়া জুড়ে বাড়ছে। পাকিস্তান ও বাংলাদেশেও দূষণের মাত্রা বাড়ছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দিল্লিতে গড় আয়ু কমেছে প্রায় ১০ বছর

আপডেট সময় : ০১:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণ কবলিত শহর ভারতের রাজধানী দিল্লিতে মানুষের গড় আয়ু কমেছে প্রায় দশ বছর। ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স এ প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে। এতে আরও দেখা গেছে ভারতের আরেক শহর লখনৌতে গড় আয়ু কমেছে ৯.৫ বছর। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স একটি দূষণ সূচক। এতে জীবন প্রত্যাশায় বায়ু দূষণের কণার প্রভাব প্রতিফলিত হয়। ওই সূচকে দেখা গেছে ইন্দো-গাঙ্গেয় সমভূমি পৃথিবীর সবচেয়ে দূষিত অঞ্চল। বলা হয়েছে, দূষণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অর্ধশত কোটিরও বেশি মানুষের প্রত্যাশিত আয়ু কমবে গড়ে ৭.৬ বছর। এর ফলে ধূমপানের চেয়েও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে বায়ু দূষণ। ধূমপানে আয়ু কমে ১.৫ বছর আর শিশু ও মাতৃ অপুষ্টিতে আক্রান্তদের কমে ১.৮ বছর। বাংলাদেশের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দূষিত দেশ ভারত। ২০২০ সালের তুলনায় ইন্দো-গাঙ্গেয় সমভূমির বিস্তৃত এলাকায় দূষণ অনেক বেড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটিরে লেখকেরা বলছেন বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বায়ু দূষণ। এর ঝুঁকি ভ্রুণ পর্যায় থেকে শুরু হয় বলে জানান তারা। লকডাউন সত্ত্বেও ২০২০ সালে ভারতে বায়ু দূষণের মাত্রা বাড়তে থাকে। এতে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু প্রায় পাঁচ বছর কমে যায়। অথচ সেই সময়ে সারা বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু কমে ২.২ বছর। এই সংকট দক্ষিণ এশিয়া জুড়ে বাড়ছে। পাকিস্তান ও বাংলাদেশেও দূষণের মাত্রা বাড়ছে। সূত্র: এনডিটিভি