ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

দিল্লিতে ইন্টারপোলের ৯০তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধমূলক পুলিশ সংস্থা ইন্টারপোলের চার দিনব্যাপী ৯০তম সাধারণ অধিবেশন দিল্লিতে শুরু হয়েছে। ইন্টারপোলের সর্বশেষ অধিবেশন ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে দিল্লির প্রগতি ময়দানে ৯০তম ইন্টারপোলের সাধারণ অধিবেশনে ভাষণ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসের আল রাইসি এবং মহাসচিব জার্গেন স্টক, সিবিআই ডিরেক্টরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মন্ত্রী, জাতীয় কেন্দ্রীয় ব্যুরো প্রধানরা এবং পুলিশ প্রধানদের সমন্বয়ে ১৯৫টি ইন্টারপোল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অধিবেশনে যোগ দেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে যোগ দিতে আইজিপি ও প্রতিনিধি দলের অন্য গতকাল দিল্লি পৌঁছেন। ১৯৫টি ইন্টারপোল সদস্য দেশের পুলিশ প্রতিনিধিদল বর্তমান বৈশ্বিক নিরাপত্তা দিক, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, সন্ত্রাস, মানি লন্ডারিং, সংগঠিত অপরাধ, সাইবার নিরাপত্তা, আর্থিক অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বলে সূত্র জানায়। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর, তারা অধিবেশনে একটি কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রণয়ন করবে বলেও সূত্রটি জানায়। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশের আইজিপি ভারতের সিবিআই প্রধান ও বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ইন্টারপোলের ৯০তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধমূলক পুলিশ সংস্থা ইন্টারপোলের চার দিনব্যাপী ৯০তম সাধারণ অধিবেশন দিল্লিতে শুরু হয়েছে। ইন্টারপোলের সর্বশেষ অধিবেশন ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে দিল্লির প্রগতি ময়দানে ৯০তম ইন্টারপোলের সাধারণ অধিবেশনে ভাষণ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসের আল রাইসি এবং মহাসচিব জার্গেন স্টক, সিবিআই ডিরেক্টরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মন্ত্রী, জাতীয় কেন্দ্রীয় ব্যুরো প্রধানরা এবং পুলিশ প্রধানদের সমন্বয়ে ১৯৫টি ইন্টারপোল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অধিবেশনে যোগ দেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে যোগ দিতে আইজিপি ও প্রতিনিধি দলের অন্য গতকাল দিল্লি পৌঁছেন। ১৯৫টি ইন্টারপোল সদস্য দেশের পুলিশ প্রতিনিধিদল বর্তমান বৈশ্বিক নিরাপত্তা দিক, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, সন্ত্রাস, মানি লন্ডারিং, সংগঠিত অপরাধ, সাইবার নিরাপত্তা, আর্থিক অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বলে সূত্র জানায়। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর, তারা অধিবেশনে একটি কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রণয়ন করবে বলেও সূত্রটি জানায়। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশের আইজিপি ভারতের সিবিআই প্রধান ও বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়।