ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ

  • আপডেট সময় : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। নির্বাচনে মূল লড়াই হবে আম আদমি পার্টির (আপ) সঙ্গে বিজেপির। নির্বাচনকে ঘিরে বিজেপির অভিযোগ, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটে এতোদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দিল্লির ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার(২৭ জানুয়ারি) রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ (অবৈধ আয়ের দল) হিসেবে বর্ণনা করেছেন। খবর হিন্দুস্তান টাইমস। এর আগে গত শনিবার (২৬ জানুয়ারি) এক জনসভায় অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে।
অমিত বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করেন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ হবে আর আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ

আপডেট সময় : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। নির্বাচনে মূল লড়াই হবে আম আদমি পার্টির (আপ) সঙ্গে বিজেপির। নির্বাচনকে ঘিরে বিজেপির অভিযোগ, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটে এতোদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দিল্লির ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার(২৭ জানুয়ারি) রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ (অবৈধ আয়ের দল) হিসেবে বর্ণনা করেছেন। খবর হিন্দুস্তান টাইমস। এর আগে গত শনিবার (২৬ জানুয়ারি) এক জনসভায় অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে।
অমিত বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করেন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ হবে আর আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।