ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দিলীপ কুমারের মৃত্যুতে শোকাহত বলিউড তারকারা

  • আপডেট সময় : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : চলে গেলেন বলিউডের ‘প্রথম খান’ দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গত এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে পাড়ি জমান না ফেরার দেশে। দিলীপ কুমারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়। কিংবদন্তি এই তারকাকে শ্রদ্ধা জানিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ‘একটি ইনস্টিটিউশন চলে গেলো। যখনই ভারতীয় সিনেমার বিষয়ে লেখা হবে, এটি দিলীপ কুমারের আগে ও দিলীপ কুমারের পরে। তার আত্মার শান্তির জন্য দোয়া এবং এই ক্ষতি সহ্য করার জন্য পরিবারের শক্তি কামনা করছি। খুবই কষ্ট পেলাম।’ দক্ষিণী সুপারস্টার কমল হাসান লিখেছেন, ‘দিলীপ কুমার সাহেব, এমন একটি অধ্যায়, যেটা আমার মতো বহু অভিনেতাকে শিখিয়েছে, কীভাবে পারফরমেন্স ঠিক রাখতে হয়। সত্যিকার অর্থেই ভারতের অন্যতম সেরা অভিনেতা আজ আমাদের ছেড়ে চলে গেলেন।’ সঞ্জয় দত্ত লিখেছেন, ‘অনেক অনেক বিশেষ মুহূর্ত আছে দিলীপ সাবের সঙ্গে। তিনি আমার জীবনে পিতার মতো ছিলেন। সিনেমা ইন্ডাস্ট্রি এবং আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেলো; আমরা আজ একজন কিংবদন্তিকে হারালাম। আমার গভীর সমবেদনা রইল সায়রাজি’র জন্য। এই কঠিন সময়ে ঈশ্বর তাকে শক্তি দান করুন।’ জ্যাকি শ্রফ লিখেছেন, ‘তার আত্মার শান্তি এবং পরিবারের শক্তির জন্য প্রার্থনা করি। ভালো থাকুন’।
‘খিলাড়ি’ খ্যাত সুপারস্টার অক্ষয় কুমার লিখেছেন, ‘বিশ্বের সবার কাছে হয়তো অনেকেই হিরো। কিন্তু আমাদের মতো অভিনেতাদের কাছে তিনি হিরো। দিলীপ কুমার স্যার ভারতীয় সিনেমার একটি যুগ তার সঙ্গে নিয়ে গেলেন। তার পরিবারের জন্য প্রার্থনা রইল। ওম শান্তি।’ অজয় দেবগন তার টুইটারে লিখেছেন, ‘এই কিংবদন্তির সঙ্গে অনেক সময় কাটিয়েছি, কিছু খুবই ব্যক্তিগত আর কিছু মঞ্চে। তার মৃত্যু মেনে নিতে পারছি না। একটি ইনস্টিটিউশন, একজন কালজয়ী অভিনেতা। খুবই শোকাহত। সায়রাজির জন্য সমবেদনা।’ মনোজ বাজপেয়ী লিখেছেন, ‘আপনার মতো কেউ নেই। আপনার যাত্রা শুভ হোক মাস্টার। আপনার আত্মা শান্তি পাক।’ সানি দেওল টুইটারে লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি ঘটল। দিলীপ কুমার সাহেব আপনি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিলীপ কুমারের মৃত্যুতে শোকাহত বলিউড তারকারা

আপডেট সময় : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : চলে গেলেন বলিউডের ‘প্রথম খান’ দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গত এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে পাড়ি জমান না ফেরার দেশে। দিলীপ কুমারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়। কিংবদন্তি এই তারকাকে শ্রদ্ধা জানিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ‘একটি ইনস্টিটিউশন চলে গেলো। যখনই ভারতীয় সিনেমার বিষয়ে লেখা হবে, এটি দিলীপ কুমারের আগে ও দিলীপ কুমারের পরে। তার আত্মার শান্তির জন্য দোয়া এবং এই ক্ষতি সহ্য করার জন্য পরিবারের শক্তি কামনা করছি। খুবই কষ্ট পেলাম।’ দক্ষিণী সুপারস্টার কমল হাসান লিখেছেন, ‘দিলীপ কুমার সাহেব, এমন একটি অধ্যায়, যেটা আমার মতো বহু অভিনেতাকে শিখিয়েছে, কীভাবে পারফরমেন্স ঠিক রাখতে হয়। সত্যিকার অর্থেই ভারতের অন্যতম সেরা অভিনেতা আজ আমাদের ছেড়ে চলে গেলেন।’ সঞ্জয় দত্ত লিখেছেন, ‘অনেক অনেক বিশেষ মুহূর্ত আছে দিলীপ সাবের সঙ্গে। তিনি আমার জীবনে পিতার মতো ছিলেন। সিনেমা ইন্ডাস্ট্রি এবং আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেলো; আমরা আজ একজন কিংবদন্তিকে হারালাম। আমার গভীর সমবেদনা রইল সায়রাজি’র জন্য। এই কঠিন সময়ে ঈশ্বর তাকে শক্তি দান করুন।’ জ্যাকি শ্রফ লিখেছেন, ‘তার আত্মার শান্তি এবং পরিবারের শক্তির জন্য প্রার্থনা করি। ভালো থাকুন’।
‘খিলাড়ি’ খ্যাত সুপারস্টার অক্ষয় কুমার লিখেছেন, ‘বিশ্বের সবার কাছে হয়তো অনেকেই হিরো। কিন্তু আমাদের মতো অভিনেতাদের কাছে তিনি হিরো। দিলীপ কুমার স্যার ভারতীয় সিনেমার একটি যুগ তার সঙ্গে নিয়ে গেলেন। তার পরিবারের জন্য প্রার্থনা রইল। ওম শান্তি।’ অজয় দেবগন তার টুইটারে লিখেছেন, ‘এই কিংবদন্তির সঙ্গে অনেক সময় কাটিয়েছি, কিছু খুবই ব্যক্তিগত আর কিছু মঞ্চে। তার মৃত্যু মেনে নিতে পারছি না। একটি ইনস্টিটিউশন, একজন কালজয়ী অভিনেতা। খুবই শোকাহত। সায়রাজির জন্য সমবেদনা।’ মনোজ বাজপেয়ী লিখেছেন, ‘আপনার মতো কেউ নেই। আপনার যাত্রা শুভ হোক মাস্টার। আপনার আত্মা শান্তি পাক।’ সানি দেওল টুইটারে লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি ঘটল। দিলীপ কুমার সাহেব আপনি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।’