ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

‘দিন: দ্য ডে’ নিয়ে কায়রোতে যাচ্ছেন অনন্ত-বর্ষা

  • আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। এই জুটির সিনেমা মানেই আলোচনা, উত্তেজনা। সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়া এ জুটির ‘দিন: দ্য ডে’ সিনেমা দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন তারা। এই জুটি এবার বিদেশের চলচ্চিত্র উৎসব মাতাতে যাচ্ছেন। আলো ছড়াতে যাচ্ছেন। মিশরের ‘আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিস ফিল্ম ফেস্টিভ্যাল’- এ আমন্ত্রণ পেয়েছেন। আগামী ৫ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়ার প্রশাসনের যৌথ আয়োজনে কায়রোতে বসবে এ উৎসবের ৩৮তম আসর। সেখানে ‘দিন: দ্য ডে’ নিয়ে হাজির হবেন অনন্ত-বর্ষা। এ তথ্য নিশ্চিত করেছেন তারা। অনন্ত বলেন, ‘এটা সত্যিই দারুণ আনন্দের খবর। এ উৎসবটি চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। মিশরের সরকার সরাসরি এতে যুক্ত রয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। আশা করি দারুণ অভিজ্ঞতা হবে।’ অভিনেত্রী বর্ষা বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি এই আমন্ত্রণে৷ তারা আমাদের দুজনকেই আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্বের নানা প্রান্তের সিনেমা এখানে প্রদর্শিত হয়, নামী ও গুণি মানুষেরা আসে৷ তাদের সঙ্গে ৫ দিনের এই উৎসবে চমৎকার অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘দিন: দ্য ডে’ নিয়ে কায়রোতে যাচ্ছেন অনন্ত-বর্ষা

আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। এই জুটির সিনেমা মানেই আলোচনা, উত্তেজনা। সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়া এ জুটির ‘দিন: দ্য ডে’ সিনেমা দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন তারা। এই জুটি এবার বিদেশের চলচ্চিত্র উৎসব মাতাতে যাচ্ছেন। আলো ছড়াতে যাচ্ছেন। মিশরের ‘আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিস ফিল্ম ফেস্টিভ্যাল’- এ আমন্ত্রণ পেয়েছেন। আগামী ৫ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়ার প্রশাসনের যৌথ আয়োজনে কায়রোতে বসবে এ উৎসবের ৩৮তম আসর। সেখানে ‘দিন: দ্য ডে’ নিয়ে হাজির হবেন অনন্ত-বর্ষা। এ তথ্য নিশ্চিত করেছেন তারা। অনন্ত বলেন, ‘এটা সত্যিই দারুণ আনন্দের খবর। এ উৎসবটি চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। মিশরের সরকার সরাসরি এতে যুক্ত রয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। আশা করি দারুণ অভিজ্ঞতা হবে।’ অভিনেত্রী বর্ষা বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি এই আমন্ত্রণে৷ তারা আমাদের দুজনকেই আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্বের নানা প্রান্তের সিনেমা এখানে প্রদর্শিত হয়, নামী ও গুণি মানুষেরা আসে৷ তাদের সঙ্গে ৫ দিনের এই উৎসবে চমৎকার অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’