ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

দিনে ৭ টাকায় চিকিৎসার ব্যবস্থা করে দেবো : জাফরুল্লাহ চৌধুরী

  • আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দিনে মাত্র ৭ টাকায় রাজধানীর স্বল্প ও নি¤œ আয়ের জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ আবু হাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণস্বাস্থ্যে কেন্দ্রের মাধ্যমে ‘মা ও শিশুদের মাঝে’ পুষ্টিকর খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, ‘আজকের বাংলাদেশ আপনারা বাঁচিয়ে রেখেছেন। আপনাদের পরিশ্রমে, কষ্টে আমারা শার্ট-প্যান্ট পরি, গাড়ি-ঘোড়ায় চড়ি। আমরা আপনাদের শিশুদের সুস্থতা চাই। শিশুদের লেখাপড়া করতে হবে, যাতে তাদের জীবনের উন্নতি হয়। সে জন্য আমরা দুইটা কাজ করেছি। একটা হচ্ছে, সবার জন্য বিশেষ গণস্বাস্থ্য বিমা। দিনে মাত্র সাত টাকা। সাত টাকা খচর করে আপনাদের সব চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেবো।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আপনারা বাসাবাড়িতে, কলকারখানায় অনেক কাজ করেন। কারো যদি অসুখ হয় তাহলে আপনাদের সারা মাসের সঞ্চয় শেষ হয় যায়। সে জন্য আমরা স্বাস্থ্য বিমা করেছি। মাসে ২০০ টাকা, অর্থাৎ দিনে ৭ টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিৎসা পাবেন, অস্থায়ী ওষুধ পাবেন, হাসপাতালে ভর্তি হলে পয়সা (টাকা) লাগবে না। আপনাদের সন্তানদের সুন্নতে খতনা করাতে টাকা লাগবে না।’
অন্তঃসত্ত্বা মায়েদের টাকা ছাড়াই প্রসব করানোর সুযোগ দেওয়ার কথা উল্লেখ করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘তবে আপনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। এটা শরীরের জন্য ক্ষতিকর। এই টাকা দিয়ে আপনার সন্তানদের পড়াশোনা করাবেন।’ এ সময় ৫০০ পরিবারের মা ও শিশুদের মাঝে বিশেষ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক, সমাজ সেবক মোজাম্মেল হক মাস্টার প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দিনে ৭ টাকায় চিকিৎসার ব্যবস্থা করে দেবো : জাফরুল্লাহ চৌধুরী

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনে মাত্র ৭ টাকায় রাজধানীর স্বল্প ও নি¤œ আয়ের জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ আবু হাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণস্বাস্থ্যে কেন্দ্রের মাধ্যমে ‘মা ও শিশুদের মাঝে’ পুষ্টিকর খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, ‘আজকের বাংলাদেশ আপনারা বাঁচিয়ে রেখেছেন। আপনাদের পরিশ্রমে, কষ্টে আমারা শার্ট-প্যান্ট পরি, গাড়ি-ঘোড়ায় চড়ি। আমরা আপনাদের শিশুদের সুস্থতা চাই। শিশুদের লেখাপড়া করতে হবে, যাতে তাদের জীবনের উন্নতি হয়। সে জন্য আমরা দুইটা কাজ করেছি। একটা হচ্ছে, সবার জন্য বিশেষ গণস্বাস্থ্য বিমা। দিনে মাত্র সাত টাকা। সাত টাকা খচর করে আপনাদের সব চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেবো।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আপনারা বাসাবাড়িতে, কলকারখানায় অনেক কাজ করেন। কারো যদি অসুখ হয় তাহলে আপনাদের সারা মাসের সঞ্চয় শেষ হয় যায়। সে জন্য আমরা স্বাস্থ্য বিমা করেছি। মাসে ২০০ টাকা, অর্থাৎ দিনে ৭ টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিৎসা পাবেন, অস্থায়ী ওষুধ পাবেন, হাসপাতালে ভর্তি হলে পয়সা (টাকা) লাগবে না। আপনাদের সন্তানদের সুন্নতে খতনা করাতে টাকা লাগবে না।’
অন্তঃসত্ত্বা মায়েদের টাকা ছাড়াই প্রসব করানোর সুযোগ দেওয়ার কথা উল্লেখ করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘তবে আপনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। এটা শরীরের জন্য ক্ষতিকর। এই টাকা দিয়ে আপনার সন্তানদের পড়াশোনা করাবেন।’ এ সময় ৫০০ পরিবারের মা ও শিশুদের মাঝে বিশেষ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক, সমাজ সেবক মোজাম্মেল হক মাস্টার প্রমুখ।