দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুর দশমাইল মহাসড়কে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫), একজন শিশু (অজ্ঞাত)।
এ ঘটনায় অটোচালক ও এক শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গেছে, নিহত মর্জিনা, তানজিলা, সুমী সম্পর্কে একে অপরের জা এবং সাদিয়া হচ্ছেন মর্জিনার ভাগনী৷
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, তারা সবাই একটি অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলো। পথে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।
তিনি আরো জানান, এ ঘটনার পর দিনাজপুর দশমাইল মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ব্যারিকেট দিয়ে রেখেছেন।
এসি/আপ্র/২২/১১/২০২৫























