ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

দিনমজুর থেকে যেভাবে কোটিপতি জ্যোতি

  • আপডেট সময় : ১২:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : জ্যোতি রেড্ডি। অনাথ আশ্রম থেকে উঠে আসা মেয়েটিই আজ নিজের ভাগ্য বদলেছেন পরিশ্রমের মাধ্যমে। একসময় মাত্র ৫ টাকার দিনমজুর ছিলেন। আজ তিনি কোটিপতি। তার মোট সম্পদের পরিমাণ জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন।
১৯৭০ সালে তেলঙ্গানার ওয়ারাঙ্গলের জন্মগ্রহণ করেন জ্যোতি রেড্ডি। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তার ঠিকানা হয় অনাথ আশ্রমে। বাবা-মা থাকা স্বত্ত্বেও অনাথ হওয়ার ভান করতেন তিনি। কারণ দুই বেলা খাবার না পেলে তিনি বাঁচবেন না যে!
অনাথ আশ্রমে থেকেই ১০ম শ্রেণি পাশ করেন জ্যোতি। এরপর ১৬ বছর বয়সে তিনি বিয়ে করনে স্যামি রেড্ডি নামের এক যুবককে। তার চেয়ে ১০ বছরের বড় ছিলেন স্যামি। সম্পত্তি বলতে তার শুধু নিজের এক টুকরো জমি ছিল। সেই জমিতে ফসল ফলিয়েই সংসার চালাত দু’জনের।
বিয়ের পর দুই সন্তানের মা হন জ্যোতি। স্বামীর সঙ্গে নিজেও মাঠে কাজ করতে নামেন তিনি। টানা ১০ ঘণ্টা কাজ করে দিনে ৫ টাকা উপার্জন ছিল তার। এরপর নিজের মেধা কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারের নেহরু যুব কেন্দ্রের শিক্ষক হিসেবে কাজে যোগ দেন।
সারাদিন ছেলে-মেয়েদের পড়াতেন আর রাতে সেলাই করে উপার্জন করতেন পরশ্রমী এই নারী। সংসার, স্বামী-সন্তানের দেখভালের পরও জ্যোতি আরও পড়াশোনা করতে চাইলেন। তার স্বামীও বাঁধা দিলেন না। ডক্টর বিআর আম্বেডকর মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর একটি স্কুলে মাসে ৩৯৮ টাকায় শিক্ষকতা করা শুরু করেন। দুই ঘণ্টা লাগত তার স্কুলে পৌঁছতে। যাতায়াত মিলিয়ে চার ঘণ্টা। এই চার ঘণ্টা সময়ও নষ্ট না করে গাড়িতেই শাড়ি বিক্রি শুরু করলেন। প্রতি শাড়িতে ২০ টাকা লাভ করতেন। এরপর ১৯৯৫ সালে ২,৭৫০ টাকা বেতনে ম-ল গার্ল চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন। তার কাজ ছিল বিভিন্ন স্কুল পরিদর্শন করে মেয়েদের শিক্ষা সংক্রান্ত বিষয় দেখাশোনা করা। এই কাজ করার পাশাপাশি ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে জ্যোতি। সবকিছু ঠিক থাকলেও তিনি আরও কিছু করতে চাইছিলেন। এরই মধ্যে তার স্বামীর এক বোন আমেরিকা থেকে দেশে ফেরেন। তাকে দেখে অর্থ জমিয়ে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নেন জ্যোতি। ২০০১ সালে অফিস থেকে ছুটি নিয়ে আমেরিকা পাড়ি দেন লড়াকু এই নারী। দিনে ১২ ঘণ্টার একটি কাজে যোগ দেন। তার বেতন ছিল মাত্র ৬০ ডলার। এর বাইরে কখনও বেবিসিটার আবার সেলসগার্ল হিসেবেও কাজ করেছেন। দেড় বছর পর দেশে ফেরেন তিনি। এরপর জমানো অর্থ নিয়িই নেমে পড়েন ব্যবসায়ে।
নিজেই একটি কনসাল্টিং কোম্পানি খুলে ফেলেন জ্যোতি। আমেরিকার ভিসা পেতে সাহায্য করে তার সংস্থা। আমেরিকাতেও সংস্থাটির শাখা চালু করেন। আমেরিকায় যেতে ভিসা, সেখানে গিয়ে চাকরি ও বাসস্থানের খোঁজ সবকিছুর ব্যবস্থা আছে তার কনসাল্টিং কোম্পানিতে। প্রথম বছরেই ১ কোটি ২৪ লাখ ৬৭ হাজার ৫৯৯ টাকার ব্যবসা করেন তিনি। বর্তমানে জ্যোতির কনসাল্টিং কোম্পানিতে আছে ১০০ জন কর্মী। হায়দরাবাদে একটি ও আমেরিকায় ৪টি বাড়ির মালিক তিনি। প্রতিবছরে তার সংস্থার লেনদেন ১১১ কোটি টাকারও বেশি। সূত্র: ইন্ডিয়া টাইমস

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দিনমজুর থেকে যেভাবে কোটিপতি জ্যোতি

আপডেট সময় : ১২:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

নারী ও শিশু ডেস্ক : জ্যোতি রেড্ডি। অনাথ আশ্রম থেকে উঠে আসা মেয়েটিই আজ নিজের ভাগ্য বদলেছেন পরিশ্রমের মাধ্যমে। একসময় মাত্র ৫ টাকার দিনমজুর ছিলেন। আজ তিনি কোটিপতি। তার মোট সম্পদের পরিমাণ জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন।
১৯৭০ সালে তেলঙ্গানার ওয়ারাঙ্গলের জন্মগ্রহণ করেন জ্যোতি রেড্ডি। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তার ঠিকানা হয় অনাথ আশ্রমে। বাবা-মা থাকা স্বত্ত্বেও অনাথ হওয়ার ভান করতেন তিনি। কারণ দুই বেলা খাবার না পেলে তিনি বাঁচবেন না যে!
অনাথ আশ্রমে থেকেই ১০ম শ্রেণি পাশ করেন জ্যোতি। এরপর ১৬ বছর বয়সে তিনি বিয়ে করনে স্যামি রেড্ডি নামের এক যুবককে। তার চেয়ে ১০ বছরের বড় ছিলেন স্যামি। সম্পত্তি বলতে তার শুধু নিজের এক টুকরো জমি ছিল। সেই জমিতে ফসল ফলিয়েই সংসার চালাত দু’জনের।
বিয়ের পর দুই সন্তানের মা হন জ্যোতি। স্বামীর সঙ্গে নিজেও মাঠে কাজ করতে নামেন তিনি। টানা ১০ ঘণ্টা কাজ করে দিনে ৫ টাকা উপার্জন ছিল তার। এরপর নিজের মেধা কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারের নেহরু যুব কেন্দ্রের শিক্ষক হিসেবে কাজে যোগ দেন।
সারাদিন ছেলে-মেয়েদের পড়াতেন আর রাতে সেলাই করে উপার্জন করতেন পরশ্রমী এই নারী। সংসার, স্বামী-সন্তানের দেখভালের পরও জ্যোতি আরও পড়াশোনা করতে চাইলেন। তার স্বামীও বাঁধা দিলেন না। ডক্টর বিআর আম্বেডকর মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর একটি স্কুলে মাসে ৩৯৮ টাকায় শিক্ষকতা করা শুরু করেন। দুই ঘণ্টা লাগত তার স্কুলে পৌঁছতে। যাতায়াত মিলিয়ে চার ঘণ্টা। এই চার ঘণ্টা সময়ও নষ্ট না করে গাড়িতেই শাড়ি বিক্রি শুরু করলেন। প্রতি শাড়িতে ২০ টাকা লাভ করতেন। এরপর ১৯৯৫ সালে ২,৭৫০ টাকা বেতনে ম-ল গার্ল চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন। তার কাজ ছিল বিভিন্ন স্কুল পরিদর্শন করে মেয়েদের শিক্ষা সংক্রান্ত বিষয় দেখাশোনা করা। এই কাজ করার পাশাপাশি ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে জ্যোতি। সবকিছু ঠিক থাকলেও তিনি আরও কিছু করতে চাইছিলেন। এরই মধ্যে তার স্বামীর এক বোন আমেরিকা থেকে দেশে ফেরেন। তাকে দেখে অর্থ জমিয়ে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নেন জ্যোতি। ২০০১ সালে অফিস থেকে ছুটি নিয়ে আমেরিকা পাড়ি দেন লড়াকু এই নারী। দিনে ১২ ঘণ্টার একটি কাজে যোগ দেন। তার বেতন ছিল মাত্র ৬০ ডলার। এর বাইরে কখনও বেবিসিটার আবার সেলসগার্ল হিসেবেও কাজ করেছেন। দেড় বছর পর দেশে ফেরেন তিনি। এরপর জমানো অর্থ নিয়িই নেমে পড়েন ব্যবসায়ে।
নিজেই একটি কনসাল্টিং কোম্পানি খুলে ফেলেন জ্যোতি। আমেরিকার ভিসা পেতে সাহায্য করে তার সংস্থা। আমেরিকাতেও সংস্থাটির শাখা চালু করেন। আমেরিকায় যেতে ভিসা, সেখানে গিয়ে চাকরি ও বাসস্থানের খোঁজ সবকিছুর ব্যবস্থা আছে তার কনসাল্টিং কোম্পানিতে। প্রথম বছরেই ১ কোটি ২৪ লাখ ৬৭ হাজার ৫৯৯ টাকার ব্যবসা করেন তিনি। বর্তমানে জ্যোতির কনসাল্টিং কোম্পানিতে আছে ১০০ জন কর্মী। হায়দরাবাদে একটি ও আমেরিকায় ৪টি বাড়ির মালিক তিনি। প্রতিবছরে তার সংস্থার লেনদেন ১১১ কোটি টাকারও বেশি। সূত্র: ইন্ডিয়া টাইমস