প্রত্যাশা ডেস্ক : তুষারপাতের আনন্দ উপভোগ করতে পারবেন ভারতের দার্জিলিংয়ে যাওয়া পর্যটকরা। কারণ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে বৃহস্পতিবার থেকে নামবে সর্বনি¤œ তাপমাত্রার পারদ। ফলে শীতের কামড় বাড়বে পাহাড়ে। তবে শুক্রবার থেকে সমতল অর্থাৎ শিলিগুড়ি শহরও ঢাকবে ঘন কুয়াশায়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল থেকে দার্জিলিংয়ের পাশাপাশি শিলিগুড়িতে এক ধাক্কায় নামলো তাপমাত্রার পারদ। এদিন সকাল থেকে মেল সোনার রেলস্টেশন, দার্জিলিংয়ের টাইগার হিলসহ শহরের প্রধান জায়গায় তুষারের চাদরে ঢাকে পড়ে। এছাড়া শিলিগুড়িতেও শুরু হয়েছে হালকা ঝিরঝির বৃষ্টি। উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য খুশির খবর শুনিয়েছে উত্তর-পূর্ব ভারতের আঞ্চলিক আবহাওয়া দপ্তর। আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গোপীনাথ রাহার জানান, আগামীকাল পাহাড়ে দার্জিলিংয়ে তুষারপাত হবে। তবে শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রূপ নেবে। পাশাপাশি শুক্রবার থেকে শিলিগুড়ি শহর ঢাকবে ঘন কুয়াশায়। সেই সঙ্গে বাড়বে শীতের প্রকোপ। তিনি আরও জানান, আগামী দুই-তিনদিন গোটা জেলাতেই তাপমাত্রা সর্বনি¤œ থেকে কিছুটা নামবে। ফলে স্বাভাবিকভাবেই শীতের প্রকোপ বাড়বে।
দার্জিলিংয়ে তুষারপাত উপভোগ করতে পারবেন পর্যটকরা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ