ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

দারুণ ফিফটিতে প্রস্তুতি সারলেন তামিম

  • আপডেট সময় : ০১:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : হাঁটুর চোট পুরোপুরি সারেনি বলে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। তবে হাঁটুতে টেপ পেঁচিয়ে হলেও ওয়ানডে সিরিজে খেলতে চান বলে জানিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে দেখালেন, অনেকটা সময় ক্রিজে থাকলেও সমস্যা হচ্ছে না তার। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে খেললেন দারুণ ইনিংস। রান পেয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনও। হারারেতে বুধবার ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান তুলেছে বাংলাদেশ। ইনিংস শুরু করে ৬২ বলে ৬৬ রান করেন তামিম। ১১ চার ও একটি ছক্কায় গড়া তার ইনিংস। ত্রিশ ছাড়ানো ইনিংস এসেছে সাকিব, মিঠুন ও মোসাদ্দেকের ব্যাট থেকে। অন্যদের সুযোগ দিতে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দেন মিঠুন ও মোসাদ্দেক। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে শুরুটা সতর্ক করেন তামিম ও মোহাম্মদ নাঈম শেখ। প্রথম পাঁচ ওভারে দুজন তোলেন ১৬ রান। এরপর বাড়ে রানের গতি। ১০ ওভারে শেষে দলের রান ছিল ৪৭।
একটা পর্যায়ে তামিমের রান ছিল ৩৪ বলে ১৯। এরপর মুখোমুখি পাঁচ বলে তিনি মারেন চারটি চার ও একটি ছক্কা। এর মধ্যে দ্বাদশ ওভারে পেসার ফারাজ আকরামের টানা চার বলে চারটি। বাউন্ডারিতে তামিম ফিফটি পূরণ করেন ৪৬ বলে। তবে নাঈম খেলেন ধীরলয়ে। তরুণ এই ব্যাটসম্যান ৫২ বলে ২৫ রান করে তানাকা চিভানগার বলে ক্যাচ দিলে ভাঙে ৮৭ রানের উদ্বোধনী জুটি। এরপর বেশিক্ষণ টেকেননি তামিমও। ষষ্ঠ বোলার হিসেবে প্রথমবার আক্রমণে এসে তাকে সিকান্দার রাজার ক্যাচে পরিণত করেন ওয়েসলি মাধেভেরে। এই অফ স্পিনারের পরের ওভারে স্টাম্পড হয়ে ফেরা লিটন দাস যেতে পারেননি দুই অঙ্কে। এরপর জুটি বাঁধেন তিন নম্বরে নামা সাকিব ও মিঠুন। ৪২ বলে ৫ চার ও একটি ছক্কায় ৩৯ রান করে স্বেচ্ছাবসরে যান মিঠুন। ফারাজের বলে আউট হওয়ার আগে ৬০ বলে একটি চারে ৩৭ রান করেন সাকিব। রান বাড়ানোর কাজ করেন এরপর মোসাদ্দেক ও আফিফ হোসেন। ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে স্বেচ্ছায় ব্যাটিং ছাড়েন মোসাদ্দেক। চিভানগার বলে এলবিডব্লিউ হওয়া আফিফ ২৩ বলে ৩ চার ও একটি ছক্কায় করেন ২৮। শেষ দিকে নুরুল হাসানের ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ বলে অপরাজিত ১২ রানের সৌজন্যে তিনশর কাছাকাছি যায় বাংলাদেশের সংগ্রহ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৬ (তামিম ৬৬, নাঈম ২৫, সাকিব ৩৭, লিটন ২, মিঠুন ৩৯ (স্বেচ্ছাবসর), মোসাদ্দেক ৩৬ (স্বেচ্ছাবসর), আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২, মিরাজ ৫; নিয়াউচি ১০-০-৫৩-০, ফারাজ ১০-০-৭৩-২, চিভানগা ৮-১-৪৪-২, চিসোরো ৬-০-২৯-০, বার্ল ৮-০-৫৯-০, মাধেভেরে ৪-০-১২-২, মাসাকাদাজা ৪-০-১৭-০)।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দারুণ ফিফটিতে প্রস্তুতি সারলেন তামিম

আপডেট সময় : ০১:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : হাঁটুর চোট পুরোপুরি সারেনি বলে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। তবে হাঁটুতে টেপ পেঁচিয়ে হলেও ওয়ানডে সিরিজে খেলতে চান বলে জানিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে দেখালেন, অনেকটা সময় ক্রিজে থাকলেও সমস্যা হচ্ছে না তার। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে খেললেন দারুণ ইনিংস। রান পেয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনও। হারারেতে বুধবার ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান তুলেছে বাংলাদেশ। ইনিংস শুরু করে ৬২ বলে ৬৬ রান করেন তামিম। ১১ চার ও একটি ছক্কায় গড়া তার ইনিংস। ত্রিশ ছাড়ানো ইনিংস এসেছে সাকিব, মিঠুন ও মোসাদ্দেকের ব্যাট থেকে। অন্যদের সুযোগ দিতে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দেন মিঠুন ও মোসাদ্দেক। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে শুরুটা সতর্ক করেন তামিম ও মোহাম্মদ নাঈম শেখ। প্রথম পাঁচ ওভারে দুজন তোলেন ১৬ রান। এরপর বাড়ে রানের গতি। ১০ ওভারে শেষে দলের রান ছিল ৪৭।
একটা পর্যায়ে তামিমের রান ছিল ৩৪ বলে ১৯। এরপর মুখোমুখি পাঁচ বলে তিনি মারেন চারটি চার ও একটি ছক্কা। এর মধ্যে দ্বাদশ ওভারে পেসার ফারাজ আকরামের টানা চার বলে চারটি। বাউন্ডারিতে তামিম ফিফটি পূরণ করেন ৪৬ বলে। তবে নাঈম খেলেন ধীরলয়ে। তরুণ এই ব্যাটসম্যান ৫২ বলে ২৫ রান করে তানাকা চিভানগার বলে ক্যাচ দিলে ভাঙে ৮৭ রানের উদ্বোধনী জুটি। এরপর বেশিক্ষণ টেকেননি তামিমও। ষষ্ঠ বোলার হিসেবে প্রথমবার আক্রমণে এসে তাকে সিকান্দার রাজার ক্যাচে পরিণত করেন ওয়েসলি মাধেভেরে। এই অফ স্পিনারের পরের ওভারে স্টাম্পড হয়ে ফেরা লিটন দাস যেতে পারেননি দুই অঙ্কে। এরপর জুটি বাঁধেন তিন নম্বরে নামা সাকিব ও মিঠুন। ৪২ বলে ৫ চার ও একটি ছক্কায় ৩৯ রান করে স্বেচ্ছাবসরে যান মিঠুন। ফারাজের বলে আউট হওয়ার আগে ৬০ বলে একটি চারে ৩৭ রান করেন সাকিব। রান বাড়ানোর কাজ করেন এরপর মোসাদ্দেক ও আফিফ হোসেন। ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে স্বেচ্ছায় ব্যাটিং ছাড়েন মোসাদ্দেক। চিভানগার বলে এলবিডব্লিউ হওয়া আফিফ ২৩ বলে ৩ চার ও একটি ছক্কায় করেন ২৮। শেষ দিকে নুরুল হাসানের ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ বলে অপরাজিত ১২ রানের সৌজন্যে তিনশর কাছাকাছি যায় বাংলাদেশের সংগ্রহ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৬ (তামিম ৬৬, নাঈম ২৫, সাকিব ৩৭, লিটন ২, মিঠুন ৩৯ (স্বেচ্ছাবসর), মোসাদ্দেক ৩৬ (স্বেচ্ছাবসর), আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২, মিরাজ ৫; নিয়াউচি ১০-০-৫৩-০, ফারাজ ১০-০-৭৩-২, চিভানগা ৮-১-৪৪-২, চিসোরো ৬-০-২৯-০, বার্ল ৮-০-৫৯-০, মাধেভেরে ৪-০-১২-২, মাসাকাদাজা ৪-০-১৭-০)।