নারী ও শিশু ডেস্ক: রাজধানী ঢাকার মেরাদিয়া খিলগাঁওয়ে ‘ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ণডউজঈ)’ ও ‘বাংলাদেশ শিশু অধিকার ফোরামের’ যৌথ উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত সভায় খিলগাঁওয় এলাকার ৬০ কিশোর-কিশোরী এবং পাঁচটি এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইট অ্যান্ড ক্লাইমেটের এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ। শিশুরা কীভাবে নিজেদেরকে পাচার থেকে রক্ষা করবে এ বিষয়ে বক্তব্য রাখেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাইট ফিউচার ইনক্লুশনের এক্সিকিউটিভ চেয়ারপারসন ও দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে গঠিত দেশের একমাত্র সাংস্কৃতিক সংগঠন সুর সুধা সংগীতায়নের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন আহমেদ দোলন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী সদস্য এবং নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন ও ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আব্দুল মোমিন।
অনুষ্ঠানে শিশুরা নিজেকে শারীরিক ও যৌন নির্যাতন, পাচার এবং বাল্যবিয়ে থেকে কীভাবে নিজেকে রক্ষা করবে এ বিষয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে শাহাবুদ্দিন আহমেদ দোলনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬০ শিশুর অংশগ্রহণে কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে শিশু পাচার একটি গুরুতর সামাজিক সমস্যা; যা বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের শোষণ ও দাসত্বের দিকে নিয়ে যায়। শিশু পাচারের মধ্যে রয়েছে শ্রম, যৌন শোষণ, ও পতিতাবৃত্তি, অবৈধ দত্তক গ্রহণ ও বিভিন্ন ধরনের দুর্ব্যবহার।
ইউনিসেফ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, বাংলাদেশে বিশেষত দারিদ্র্য, অভিবাসন এবং বাল্যবিয়ের কারণে শিশু পাচার বৃদ্ধি পাচ্ছে। শিশু পাচারের প্রধান কারণগুলোর মধ্যে রয়েে শিক্ষা ও সচেতনতাহীনতা, নিরাপত্তাহীনতা এবং দুর্বল আইনি কাঠামো।
বাংলাদেশে বাল্যবিয়ে একটি দীর্ঘদিনের সমস্যা; যা প্রধানত গরিব পরিবার ও গ্রামিণ অঞ্চলে বেশি দেখা যায়। ১৮ বছরের নিচে বিবাহিত মেয়েদের মধ্যে উচ্চঝুঁকি দেখা যায়। যেমনÑ স্বাস্থ্যগত জটিলতা, শিক্ষা থেকে বঞ্চনা এবং অর্থনৈতিক স্বাধীনতার অভাব। যদিও বাংলাদেশে বাল্যবিয়ে আইনত নিষিদ্ধ (পৌরাণিকভাবে ১৮ বছর বয়সের আগে বিয়ে নিষিদ্ধ), প্রথাগত ও সামাজিক রীতি, দারিদ্র্য এবং পারিবারিক চাপে এই সমস্যা অব্যাহত রয়েছে। ২০১৭ সালের একটি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ৫১ শতাংশ মেয়েই ১৮ বছর বয়সের আগেই বিবাহিত হয়।
দারিদ্র্য ও বাল্যবিয়েতে বৃদ্ধি পাচ্ছে শিশু নির্যাতন-পাচার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ