ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দারাজের অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ ক্যাম্পেইন

  • আপডেট সময় : ০৩:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

অর্থনীতি প্রতিবেদক : আট বছরে পদার্পণ করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। দিনটি উপলক্ষে দেশব্যাপী দারাজের অগণিত ক্রেতা ও সহযোগীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নতুন ক্যাম্পেইন এনেছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। ‘৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ, বাংলাদেশ!’— ক্যাম্পেইনটি চলবে আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনটিতে ২১ হাজার বিক্রেতা ২০ লাখের বেশি পণ্য নিয়ে হাজির হবেন। ক্রেতাদের জন্য থাকছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস এবং মেগা ডিলসসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ক্যাম্পেইনে থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, গেমিফিকেশন গিভঅ্যাওয়ে, ভাউচার, পেমেন্ট অফার, নিউ ইউজার গিফট, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, এক্সক্লুসিভ লঞ্চ এবং বিশেষ ইএমআই সুবিধা। অনুষ্ঠানে জানানো হয়, মাত্র পাঁচজন কর্মী এবং একটি ওয়েবসাইট নিয়ে আট বছর আগে যাত্রা শুরু দারাজের। ৭০ লাখের বেশি ক্রেতা ও ৪১ হাজার বিক্রেতা নিয়ে দারাজ এখন দেশের প্রথম সারির ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ৬৪ জেলায় আমাদের পৌঁছানোর ইচ্ছা ছিল। এ ইচ্ছা থেকেই ২০২১ সালে শেষে আমরা সব জেলায় পৌঁছাতে পেরেছি। সব জেলার পাশাপাশি কিছু উপজেলায় আমাদের হাব অফিস আছে। ২০২২ সালে আমরা গ্রাহকের সেবা উন্নতির দিকে নজর দিয়েছি। দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, দেশের ২ শতাংশেরও কম মানুষ অনলাইনে কেনাকাটা করেন। আমাদের জনসংখ্যা ১৬০ মিলিয়নের বেশি এখানে দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মের অনেক বেশি সুযোগ আছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইএম হাসিনুল কুদ্দুস রুশো প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দারাজের অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ ক্যাম্পেইন

আপডেট সময় : ০৩:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

অর্থনীতি প্রতিবেদক : আট বছরে পদার্পণ করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। দিনটি উপলক্ষে দেশব্যাপী দারাজের অগণিত ক্রেতা ও সহযোগীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নতুন ক্যাম্পেইন এনেছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। ‘৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ, বাংলাদেশ!’— ক্যাম্পেইনটি চলবে আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনটিতে ২১ হাজার বিক্রেতা ২০ লাখের বেশি পণ্য নিয়ে হাজির হবেন। ক্রেতাদের জন্য থাকছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস এবং মেগা ডিলসসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ক্যাম্পেইনে থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, গেমিফিকেশন গিভঅ্যাওয়ে, ভাউচার, পেমেন্ট অফার, নিউ ইউজার গিফট, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, এক্সক্লুসিভ লঞ্চ এবং বিশেষ ইএমআই সুবিধা। অনুষ্ঠানে জানানো হয়, মাত্র পাঁচজন কর্মী এবং একটি ওয়েবসাইট নিয়ে আট বছর আগে যাত্রা শুরু দারাজের। ৭০ লাখের বেশি ক্রেতা ও ৪১ হাজার বিক্রেতা নিয়ে দারাজ এখন দেশের প্রথম সারির ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ৬৪ জেলায় আমাদের পৌঁছানোর ইচ্ছা ছিল। এ ইচ্ছা থেকেই ২০২১ সালে শেষে আমরা সব জেলায় পৌঁছাতে পেরেছি। সব জেলার পাশাপাশি কিছু উপজেলায় আমাদের হাব অফিস আছে। ২০২২ সালে আমরা গ্রাহকের সেবা উন্নতির দিকে নজর দিয়েছি। দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, দেশের ২ শতাংশেরও কম মানুষ অনলাইনে কেনাকাটা করেন। আমাদের জনসংখ্যা ১৬০ মিলিয়নের বেশি এখানে দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মের অনেক বেশি সুযোগ আছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইএম হাসিনুল কুদ্দুস রুশো প্রমুখ উপস্থিত ছিলেন।