ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

দাম বাড়লে তাৎক্ষণিক কার্যকর, কমলে লাগে সপ্তাহ!

  • আপডেট সময় : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। যা আজ কার্যকর হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বাজারে বোতলজাত লিটারপ্রতি সয়াবিন তেল পাওয়ার কথা ১৭৮ টাকায়। কিন্তু বাজার ‘পৌঁছায়নি’ সেই ঘোষণা। হয়নি কার্যকরও। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ক্রেতাদের অভিযোগ, ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণার দিনই বেশি দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। কিন্তু দাম কমানোর ঘোষণা বাজার পর্যায়ে পৌঁছতে সময় লেগে যায়। এদিকে বাজারে খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অনেক কমে। প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান কালাচাঁদপুর, রামপুরা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন পাম অয়েলের দাম কমেছে। যার কারণে সরকার নির্ধারিত দামের চেয়েও কমে আমরা এখন বিক্রি করছি। তারা আরো বলছেন, নতুন নির্ধারিত দামের তেল তারা এখনো পাননি। তাই আগের বাড়তি দামের তেল বিক্রি করছেন। গুলশান কালাচাঁদপুর বাজার এলাকার বৃষ্টি ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী মো. রিফাত মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘দাম কমানোর সয়াবিন তেল বাজারে আসতে আরো সময় লাগবে। যখন তেলের দাম বেড়ে যায় তখন পরের দিনই দোকানে তেল চলে আসে, কমলে এক সপ্তাহেও আমরা তেল পাই না। ’ এদিকে সরকারি বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির গতকালের বাজারদরের তথ্য মতে, পাম অয়েল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২২-১৩০ টাকায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাম বাড়লে তাৎক্ষণিক কার্যকর, কমলে লাগে সপ্তাহ!

আপডেট সময় : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। যা আজ কার্যকর হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বাজারে বোতলজাত লিটারপ্রতি সয়াবিন তেল পাওয়ার কথা ১৭৮ টাকায়। কিন্তু বাজার ‘পৌঁছায়নি’ সেই ঘোষণা। হয়নি কার্যকরও। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ক্রেতাদের অভিযোগ, ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণার দিনই বেশি দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। কিন্তু দাম কমানোর ঘোষণা বাজার পর্যায়ে পৌঁছতে সময় লেগে যায়। এদিকে বাজারে খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অনেক কমে। প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান কালাচাঁদপুর, রামপুরা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন পাম অয়েলের দাম কমেছে। যার কারণে সরকার নির্ধারিত দামের চেয়েও কমে আমরা এখন বিক্রি করছি। তারা আরো বলছেন, নতুন নির্ধারিত দামের তেল তারা এখনো পাননি। তাই আগের বাড়তি দামের তেল বিক্রি করছেন। গুলশান কালাচাঁদপুর বাজার এলাকার বৃষ্টি ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী মো. রিফাত মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘দাম কমানোর সয়াবিন তেল বাজারে আসতে আরো সময় লাগবে। যখন তেলের দাম বেড়ে যায় তখন পরের দিনই দোকানে তেল চলে আসে, কমলে এক সপ্তাহেও আমরা তেল পাই না। ’ এদিকে সরকারি বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির গতকালের বাজারদরের তথ্য মতে, পাম অয়েল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২২-১৩০ টাকায়।