নিজস্ব প্রতিবেদক : খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমলেও সংকট কাটছে না। এতে বিপাকে পড়ছেন শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে বিদেশগামী যাত্রীরা। সেইসাথে ভোগান্তিতে পড়ছেন পর্যটকেরা। রোববার খোলাবাজারে চার টাকারও বেশি দর হারিয়েছে ডলার। এদিন প্রতি ডলারের জন্য ১১৪ টাকা ৫০ পয়সা নিয়েছেন ব্যবসায়ীরা; কিনেছেন ১১৪ টাকায়। তবে ব্যাংকগুলো আগের দামেই নগদ ডলার বিক্রি করে। গত সপ্তাহে ডলারের দর এক লাফে ১২০ টাকায় উঠেছিল। বৃহস্পতিবার তা এক টাকা কমে বিক্রি হয় ১১৯ টাকায়। এদিকে বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযানের মুখে খোলা বাজারে দুইভাবে ডলার বিক্রি হচ্ছে। মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো ছাড়াও লাইসেন্স নেই এমন ব্যক্তিরাও ডলার কেনা-বেচা করেন খোলা বাজারে। রাজধানীর মতিঝিলের দিলকুশা ও পল্টন এলাকায় বর্তমানে এমন ব্যক্তি পর্যায়ের বিক্রিকারীদের উপস্থিতি বেশি।
আর অভিযান চালানোতে লাইসেন্সপ্রাপ্ত বেশ কয়েকটি মানি চেঞ্জার ডলার-কেনা বেচা প্রায় বন্ধই রেখেছে। শুধু তাদের পরিচিতদের কাছেই বিক্রি করছেন ডলার স্বল্পতায়। তাও সীমিত পরিসরে সর্বোচ্চ ২০০ ডলার করে বিক্রি করছেন পাসপোর্ট এনডের্সমেন্ট করে। নিয়মের বাধ্যবাধকতা থাকলেও মানি চেঞ্জারগুলো পাসপোর্ট এনডর্সমেন্ট ছাড়াও ডলার কেনা-বেচা করে থাকে। এজন্য ব্যাংকের চেয়ে দর বেশি হলেও গ্রাহকরা খোলাবাজারেই বেশি আসেন। অভিযান চালানোতে সব মানি চেঞ্জার প্রতিষ্টানগুলো পাসপোর্ট এনডর্সমেন্টে বেশি জোর দিচ্ছে। একদিকে চাহিদা অনুযায়ী না পাওয়া ও পাসপোর্ট এনডর্সমেন্টের কারণে অনেক গ্রাহকই মানি চেঞ্জার প্রতিষ্টান থেকে ডলার কিনতে আগ্রহ কম দেখাচ্ছেন। এতে বেচাকেনাও কমে গিয়েছে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর আবার ডলারের সরবরাহও কমে গিয়েছে তাদের কাছে।
পল্টনের একটি শপিং কমপ্লেক্সে ১০টি মানি চেঞ্জার প্রতিষ্ঠান রয়েছে। তাদের একটি মানি মেক্সিমকো মানি এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেইন বলেন, ‘ পাসপোর্ট এনডর্সমেন্ট ছাড়া ডলার বেচা ও কেনা কোনোটাই করছি না। কিন্তু ১০ জনের একজন মাত্র পাসপোর্ট নিয়ে আসছে। যারা পাসপোর্ট নিয়ে আসছে ওই সময়ে থাকলে তাদের ডলার দিতে পারছি।’ তিনি বলেন, দুপুরে ১১৫ টাকা ও বিকেলে বিক্রি করেছি ১১৪ টাকা ৫০ পয়সায়। কিন্তু যাদের লাইসেন্স নেই তাদের রেট আলাদা।’ অন্যদিকে ব্যক্তি পর্যায়ে ডলার কেনা-বেচার সঙ্গে জড়িতরা যেকোনো পরিমাণের ডলার দিতে পারছে ক্রেতাদের।
দাম কমলেও ডলারের সংকট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ