ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

দামি মোবাইল অল্প দামে বিক্রির নামে প্রতারণা

  • আপডেট সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে প্রতারণা করত একটি চক্র। ওই প্রতারক চক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গতকাল সোমবার রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ভাটারা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন-মো. তুর্যাউল হোসেন তুর্য (২২), জুলহাস হোসেন ওরফে শয়ন (৩০), মো. মনির হোসনে (২৪), মো. রাসিব বিশ্বাস (২১) ও মো. মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ (২৭)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল আল মুকিত কাউসার (২১) নামের চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন ও দুটি হার্ডডিস্ক জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোট ৩৬টি ফেসবুক পেইজের তথ্য পাওয়া গেছে। এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এসব তথ্য জানান। তিনি জানান, এটিইউয়ের অনলাইন মনিটরিং ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেসবুকে নজরদারি করে চক্রটিকে শনাক্ত করা হয়। পরে রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ফেসবুকে বিভিন্ন নামে মোবাইল বিক্রির পেজ খুলে অল্প দামে দামি মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিত। সাধারণ মানুষ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে ৫০০ টাকা বুকিং মানি হিসেবে দেওয়ার জন্য বলা হতো। পরবর্তী সময়ে প্রতারক চক্রের সদস্যরা ফোন আনলকসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে আরও টাকা আদায় করত। সাধারণ মানুষ যখন এই প্রতারণা বুঝতে পারত, তখন প্রতারক চক্রের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত। কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ফেসবুক পেজগুলোও কিছুদিনের জন্য বন্ধ রাখত। এমনকি অন্য নামে নতুন ফেসবুক পেজ খুলে প্রতারণা চালিয়ে যেত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানান মোহাম্মদ আসলাম খান।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দামি মোবাইল অল্প দামে বিক্রির নামে প্রতারণা

আপডেট সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে প্রতারণা করত একটি চক্র। ওই প্রতারক চক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গতকাল সোমবার রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ভাটারা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন-মো. তুর্যাউল হোসেন তুর্য (২২), জুলহাস হোসেন ওরফে শয়ন (৩০), মো. মনির হোসনে (২৪), মো. রাসিব বিশ্বাস (২১) ও মো. মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ (২৭)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল আল মুকিত কাউসার (২১) নামের চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন ও দুটি হার্ডডিস্ক জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোট ৩৬টি ফেসবুক পেইজের তথ্য পাওয়া গেছে। এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এসব তথ্য জানান। তিনি জানান, এটিইউয়ের অনলাইন মনিটরিং ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেসবুকে নজরদারি করে চক্রটিকে শনাক্ত করা হয়। পরে রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ফেসবুকে বিভিন্ন নামে মোবাইল বিক্রির পেজ খুলে অল্প দামে দামি মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিত। সাধারণ মানুষ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে ৫০০ টাকা বুকিং মানি হিসেবে দেওয়ার জন্য বলা হতো। পরবর্তী সময়ে প্রতারক চক্রের সদস্যরা ফোন আনলকসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে আরও টাকা আদায় করত। সাধারণ মানুষ যখন এই প্রতারণা বুঝতে পারত, তখন প্রতারক চক্রের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত। কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ফেসবুক পেজগুলোও কিছুদিনের জন্য বন্ধ রাখত। এমনকি অন্য নামে নতুন ফেসবুক পেজ খুলে প্রতারণা চালিয়ে যেত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানান মোহাম্মদ আসলাম খান।