ক্রীড়া প্রতিবেদক : ১১ অক্টোবর থেকে ইতালির সার্দিনিয়া শহরে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্ব জুনিয়র দাবা, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। সেখানে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দাবাড়ুদের। কিন্তু ভিসা না পাওয়ায় ইতালিতে যাওয়া হয়নি নোশিন আঞ্জুম-সুব্রতদের। এজন্য ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশ জুনিয়র দাবা দলের দলনেতা ও দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা চৌধুরী মলি বলেছেন, ‘ঢাকার ইতালির দূতাবাসে আমাকে যেতে অনুরোধ করা হয়েছিল মঙ্গলবার বিকালে। আমি সেখানে গেলে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাতিয়ে ভেনচুরা বাংলাদেশ দলকে ভিসা না দেওয়ার বিভিন্ন কারণ দেখান। ভিসা না দেওয়ায় তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বারবারই ক্ষমা চেয়েছেন।’ দুঃখ প্রকাশ ছাড়াও তিন কার্যদিবসের মধ্যে ভিসা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল ইতালির দূতাবাস। কিন্ত সময় না থাকায় তা হয়নি। মলি আরও জানিয়েছেন, ‘তারা এখন ভিসা দিতে চাইলেও আমরা রাজি হইনি। কারণ, টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ১১ অক্টোবর। এখন তো গিয়ে কিছু হবে না। এছাড়া যারা খেলতে যাবে তারা অন্য দেশে টুর্নামেন্ট খেলতে গিয়েছে।’ পুরো বিষয়টি বাংলাদেশ দাবা ফেডারেশন লিখিত অভিযোগ করেছে বিশ্ব দাবা সংস্থার এথিকস কমিশনের কাছে। পাশাপাশি ফিদের কাছে আর্থিক ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ