ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

দাবানাল থেকে বাঁচতে বাড়ির বেড়া কেটে বেরিয়েছিলেন মেরিল স্ট্রিপ

  • আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলের ভয়াবহ আগুন থেকে প্রাণে বাঁচতে অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ তার বাড়ির তারের বেড়া কেটে মূল সড়কে বেরিয়ে এসেছিলেন। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই দাবানালে যুক্তরাষ্ট্রের ৩৩ জন তারকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে বহু তারকা পরিবারের সদস্যদের এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে।

অনেকে আবার শহরের বাইরে থাকায় টেলিভিশনের খবরে নিজের এলাকা ও বাড়ি পুড়তে দেখেছেন। তবে মেরিল স্ট্রিপ যা করেছেন সেটিকে বাঁচার জন্য প্রাণান্তকর চেষ্টা বলে বর্ণনা করেছে দ্য হলিউড রিপোর্টার। ৭৫ বছর বসয়ী স্ট্রিপ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন জানুয়ারি মাসের ৮ তারিখে।

 

তিনি বলেছেন, আগুন তার এলাকা যখন গ্রাস করতে শুরু করে, তিনি দ্রুত সিদ্ধান্ত নেন বাড়ি ছাড়ার। এরপর ঘরের বাইরে এসে দেখেন বাড়ির মূল ফটকের সামনে এমনভাবে একটা গাছ ভেঙে পড়ে আছে যে গাড়ি কোনোভাবেই বের করা সম্ভব নয়।

আর স্ট্রিপের বাড়ি থেকে বের হওয়ার জন্য ওই একটি রাস্তা। এরপর অভিনেত্রী তার প্রতিবেশির সাহায্য নেন। পড়শির বাড়ি থেকে তার কাটার জন্য ধারালো একটি কাটার নিয়ে আসেন। তারপর কাটার দিয়ে নিজেই তারের বেড়া কাটার কাজে লেগে পড়েন অভিনেত্রী। অল্প সময়ের মধ্যে তার কেটে গাড়ি বের করার রাস্তা করে ফেলেন তিনি। তারপর খুবই জরুরি কিছু কাগজ গাড়িতে নিয়ে বেরিয়ে যান বাসা থেকে। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস।

আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা। এসব দাবানলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের পূর্ব দিকের ইটন আগুন ৫৭ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দেওয়ার পর দাবানলটির ৯১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর পশ্চিম দিকে থাকা সবচেয়ে বড় দাবানল প্যালিসেডস আগুন ৯৫ বর্গ কিলোমিটার ছাই করে দেওয়ার পর এর ৬৮ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

দাবানাল থেকে বাঁচতে বাড়ির বেড়া কেটে বেরিয়েছিলেন মেরিল স্ট্রিপ

আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলের ভয়াবহ আগুন থেকে প্রাণে বাঁচতে অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ তার বাড়ির তারের বেড়া কেটে মূল সড়কে বেরিয়ে এসেছিলেন। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই দাবানালে যুক্তরাষ্ট্রের ৩৩ জন তারকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে বহু তারকা পরিবারের সদস্যদের এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে।

অনেকে আবার শহরের বাইরে থাকায় টেলিভিশনের খবরে নিজের এলাকা ও বাড়ি পুড়তে দেখেছেন। তবে মেরিল স্ট্রিপ যা করেছেন সেটিকে বাঁচার জন্য প্রাণান্তকর চেষ্টা বলে বর্ণনা করেছে দ্য হলিউড রিপোর্টার। ৭৫ বছর বসয়ী স্ট্রিপ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন জানুয়ারি মাসের ৮ তারিখে।

 

তিনি বলেছেন, আগুন তার এলাকা যখন গ্রাস করতে শুরু করে, তিনি দ্রুত সিদ্ধান্ত নেন বাড়ি ছাড়ার। এরপর ঘরের বাইরে এসে দেখেন বাড়ির মূল ফটকের সামনে এমনভাবে একটা গাছ ভেঙে পড়ে আছে যে গাড়ি কোনোভাবেই বের করা সম্ভব নয়।

আর স্ট্রিপের বাড়ি থেকে বের হওয়ার জন্য ওই একটি রাস্তা। এরপর অভিনেত্রী তার প্রতিবেশির সাহায্য নেন। পড়শির বাড়ি থেকে তার কাটার জন্য ধারালো একটি কাটার নিয়ে আসেন। তারপর কাটার দিয়ে নিজেই তারের বেড়া কাটার কাজে লেগে পড়েন অভিনেত্রী। অল্প সময়ের মধ্যে তার কেটে গাড়ি বের করার রাস্তা করে ফেলেন তিনি। তারপর খুবই জরুরি কিছু কাগজ গাড়িতে নিয়ে বেরিয়ে যান বাসা থেকে। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস।

আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা। এসব দাবানলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের পূর্ব দিকের ইটন আগুন ৫৭ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দেওয়ার পর দাবানলটির ৯১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর পশ্চিম দিকে থাকা সবচেয়ে বড় দাবানল প্যালিসেডস আগুন ৯৫ বর্গ কিলোমিটার ছাই করে দেওয়ার পর এর ৬৮ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।