প্রত্যাশা ডেস্ক : প্রতি বছরের ন্যায় এবারও দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। গত শুক্রবার থেকে শুরু হওয়া দাবানল এখন পর্যন্ত বাগে আনতে পারেনি দমকল বাহিনী। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সপ্তাহখানেক ধরে প্রচ- গরম ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রতেও। তাপদাহের কবল থেকে বাদ যায়নি ক্যালিফোর্নিয়া রাজ্য। প্রতিবছরের মতো এবারও হেক্টরের পর হেক্টর বনভূমি পুড়ছে। রাজ্যের দমকল বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পুড়ে গেছে ১০টির বেশি বসত ঘর।
শুধু তাই নয়, এখন পর্যন্ত সাড়ে চার হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ‘ওক ফায়ার’কে এই মর্হূতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সক্রিয় দাবানল বলছে ক্যালির্ফোনিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্টি অ্যান্ড প্রোটেকশন। মারিপোসা কাউন্টির পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় আরও ঝুঁকিপূর্ণ। মারিপোসায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, শুষ্ক আবহাওয়া এবং অসহ্য গরমের কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই সপ্তাহান্তে একটি তাপপ্রবাহের মধ্য যাচ্ছে। শনিবার মারিপোসা কাউন্টিতে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে যা আগামী কয়েকদিন এই স্তরে থাকতে পারে। সূত্র: বিবিসি।
তীব্র তাপদাহে স্পেন-পর্তুগালে প্রাণহানি ১৭০০ : ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গত কয়েকদিন ধরে তাপদাহে পর্তুগাল ও স্পেনে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একে অভূতপূর্ব এবং ভীতিকর অ্যাখা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হ্যান্স ক্লুগ। ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগে বলেন, জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য এবং মানবতার অস্তিত্ব উভয়কেই হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, গত কয়েক দশকে তীব্র তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। কখনও কখনও তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হচ্ছে। চলতি বছর আমরা এরইমধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে এক হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, চরম তাপদাহ মাঝে মাঝে স্বাস্থ্য ব্যবস্থার ওপর ঝুঁকি সৃষ্টি করতে পারে। সতর্ক করে বলেন, বৃদ্ধ বয়সের লোকজন ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ছে। এদিকে সপ্তাহখানেক ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা রীতিমতো যুদ্ধ করেও খুব একটা নিয়ন্ত্রণে আনতে পারেনি। ইউরোপের কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যাওয়ার পর দাবানলের সৃষ্টি হয়েছে। এতে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। সূত্র: আনাদোলু এজেন্সি।
দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, স্পেন-পর্তুগালে ১৭০০ প্রাণহানি
ট্যাগস :
দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া
জনপ্রিয় সংবাদ