ভোলা সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা উত্তর বাড্ডা এলাকায় গুলিতে নিহত ভোলার শহীদ ইমন নামে এক শ্রমিকের মরদেহ দাফনের ৯ মাসের মাথায় কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভোলা সদর উপজেলাধীন আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শহীদ ইমন ওই একই গ্রামের দিনমজুর নান্টু ও পোষাক শ্রমিক কুলসুম বেগম দম্পতির ছেলে। শহীদের পরিবার জানিয়েছে, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই দুপুরে বাসা থেকে বের হন ইমন। ওই দিন বিকেলে ঢাকার উত্তর বাড্ডার জামতলা নামক এলাকার মেইনরোডে গুলিবিদ্ধ হন ইমন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন ২১ জুলাই ইমনের মরদেহ ভোলায় তার নিজ গ্রামে এনে দাফন করে পরিবার।
এ ঘটনায় ছেলে হত্যার বিচারের দাবিতে শহীদ ইমনের মা কুলসুম বেগম বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৯২ জনের নাম উল্লেখ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ভোলা সদর উপজেলার সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ বলেন, আদালতের নির্দেশে শুক্রবার বিকেলে শহীদ ইমনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।