ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

দাদীর মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন; সঙ্গে থাকবেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় সফরের বিষয়টি জানানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফর করবেন। তার আগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কাজও শেষ হয়েছে।”
ফ্যাক্স বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তারা পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করবেন। বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেবেন। বিকাল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তাদের দাদী শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া আসছেন মঙ্গলবার। এটি তাদের পারিবারিক কর্মসূচি। আমাদের যতটুকু প্রস্তুতি দরকার আমরা তা নিয়েছি।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দাদীর মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

গোপালগঞ্জ প্রতিনিধি : ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন; সঙ্গে থাকবেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় সফরের বিষয়টি জানানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফর করবেন। তার আগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কাজও শেষ হয়েছে।”
ফ্যাক্স বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তারা পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করবেন। বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেবেন। বিকাল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তাদের দাদী শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া আসছেন মঙ্গলবার। এটি তাদের পারিবারিক কর্মসূচি। আমাদের যতটুকু প্রস্তুতি দরকার আমরা তা নিয়েছি।”