ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তারে পরে জিজ্ঞাসাবাদ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অপরাধজগতের নিয়ন্ত্রণকর্তা দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ইডি দাবি করেছে, নবাব মালিক দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকার এবং দুই সহযোগীর সহায়তায় ২০০৫ সালে মাত্র ৫৫ লাখ রুপিতে মুম্বাইয়ের কুরলায় ৩০০ কোটি মূল্যের সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। নবাব মালিকের সম্পত্তি কেনার প্রমাণ চলমান তদন্তে উঠে এসেছে। নবাব মালিক দাউদ ইব্রাহিমের সহযোগীদের সঙ্গে অবৈধভাবে অর্থ লেনদেন করেছেন। জিজ্ঞাসাবাদের সময় নবাব একদম সহযোগিতা করেননি বলে ইডির অভিযোগ।
অপরাধজগতের সঙ্গে জড়িত অর্থ পাচারের তদন্ত করছে ইডি। এ নিয়ে মামলা দায়েরের পাশাপাশি একাধিক অভিযান চালিয়েছে ইডি। দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গত সপ্তাহে এ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়।
এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ইডির কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সামনে হাতের মুষ্টি উঁচিয়ে নবাব বলেছেন, ‘আমরা লড়াই করব এবং জিতব। সবার সামনে সত্যিটা তুলে ধরব।’
স্থানীয় সময় গতকাল বুধবার সকালে পাঁচবারের এমএলএ ৬২ বছর বয়সী নবাব মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সকাল ছয়টার সময় ইডির কর্মকর্তারা তাঁর বাড়িতে যান। সেখানে তাঁকে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে ইডির অফিসে নিয়ে আরও কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
নবাব মালিকের গ্রেপ্তারের পর রাজ্যর বিভিন্ন অংশে বিক্ষোভ করেছেন নবাব মালিকের দল এনসিপি-সমর্থকেরা। ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৫৪টি আসনে জয় পায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। এরপর শিবসেনার সঙ্গে জোট করে রাজ্য ক্ষমতায় দলটি। এনসিপির অন্যতম মুখপাত্র এই নবাব মালিক। সাম্প্রতিক সময়ে বিজেপির বিরুদ্ধে সবর তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তারে পরে জিজ্ঞাসাবাদ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অপরাধজগতের নিয়ন্ত্রণকর্তা দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ইডি দাবি করেছে, নবাব মালিক দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকার এবং দুই সহযোগীর সহায়তায় ২০০৫ সালে মাত্র ৫৫ লাখ রুপিতে মুম্বাইয়ের কুরলায় ৩০০ কোটি মূল্যের সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। নবাব মালিকের সম্পত্তি কেনার প্রমাণ চলমান তদন্তে উঠে এসেছে। নবাব মালিক দাউদ ইব্রাহিমের সহযোগীদের সঙ্গে অবৈধভাবে অর্থ লেনদেন করেছেন। জিজ্ঞাসাবাদের সময় নবাব একদম সহযোগিতা করেননি বলে ইডির অভিযোগ।
অপরাধজগতের সঙ্গে জড়িত অর্থ পাচারের তদন্ত করছে ইডি। এ নিয়ে মামলা দায়েরের পাশাপাশি একাধিক অভিযান চালিয়েছে ইডি। দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গত সপ্তাহে এ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়।
এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ইডির কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সামনে হাতের মুষ্টি উঁচিয়ে নবাব বলেছেন, ‘আমরা লড়াই করব এবং জিতব। সবার সামনে সত্যিটা তুলে ধরব।’
স্থানীয় সময় গতকাল বুধবার সকালে পাঁচবারের এমএলএ ৬২ বছর বয়সী নবাব মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সকাল ছয়টার সময় ইডির কর্মকর্তারা তাঁর বাড়িতে যান। সেখানে তাঁকে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে ইডির অফিসে নিয়ে আরও কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
নবাব মালিকের গ্রেপ্তারের পর রাজ্যর বিভিন্ন অংশে বিক্ষোভ করেছেন নবাব মালিকের দল এনসিপি-সমর্থকেরা। ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৫৪টি আসনে জয় পায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। এরপর শিবসেনার সঙ্গে জোট করে রাজ্য ক্ষমতায় দলটি। এনসিপির অন্যতম মুখপাত্র এই নবাব মালিক। সাম্প্রতিক সময়ে বিজেপির বিরুদ্ধে সবর তিনি।