ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ২

  • আপডেট সময় : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২২ এবং অপরজনের ২০ বছর। তারা ট্রাকের চালক ও হেল্পার।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান।

তিনি বলেন, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক বৈলর এলাকায় বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল পৌনে ৬টার দিকে দ্রুত গতিতে আসা ময়মনসিংহগামী আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা ট্রাকের চালক ও তার সহকারী (হেল্পার)।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, দুজনের মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/২১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ২

আপডেট সময় : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২২ এবং অপরজনের ২০ বছর। তারা ট্রাকের চালক ও হেল্পার।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান।

তিনি বলেন, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক বৈলর এলাকায় বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল পৌনে ৬টার দিকে দ্রুত গতিতে আসা ময়মনসিংহগামী আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা ট্রাকের চালক ও তার সহকারী (হেল্পার)।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, দুজনের মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/২১/১০/২০২৫