ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দলের সবাই চার-ছক্কা মারতে পারে : এনামুল

  • আপডেট সময় : ১০:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : মরুর বুকে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ষষ্ঠ দেশ হিসেবে হংকং সুযোগ পেয়েছে মহাদেশীয় এই আসর খেলার। টেস্ট খেলুড়ে ৫ দেশের মধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতে সাকিব-মুশফিকদের অবস্থা একেবারেই নাজুক। মরুর বুকে ৫ ম্যাচের সবক’টিতে হেরেছে বাংলাদেশ। এমন পরিসংখ্যান সঙ্গী করেই ৩০ আগস্ট আফগানদের বিপক্ষে এশিয়া কাপের লড়াই শুরু করবে বাংলাদেশ। দলটির ওপেনার এনামুল হক জানিয়েছেন, এই টুর্নামেন্টে সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার ক্রিকেটারদের।
গত শুক্রবার রাতে আরব আমিরাত থেকে পাঠানো ভিডিও বার্তায় এমন অঙ্গীকারের কথা জানিয়েছেন এনামুল। তার ভাষ্য, ‘আমরা সবাই মনে করছি দারুণ একটি প্রভাব ফেলতে পারবো। টিমকে যতটুকু দেওয়ার সামর্থ্য আছে তার থেকে শতভাগ বেশি দেওয়ার চেষ্টা করবো সবাই। এই অঙ্গীকার সবাই করেছে, এবং এটা বিশ্বাস করি যে আমরা পারবো।’ কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। পাওয়ার হিটার না থাকায় প্রয়োজনীয় সময়ে বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারতে দেখা যায় না ব্যাটারদের। এনামুল অবশ্য মনে করেন, দলের সব ব্যাটারের চার-ছক্কা মারার সক্ষমতা আছে। ব্যাটারদের স্কিল বাড়াতে ‘হেড কোচের’ আড়ালে সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যুক্ত করেছে বিসিবি। তার সঙ্গে দারুন একটি মিটিং হয়েছে বলে জানিয়েছেন এনামুল, ‘আসলে শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। বোলিং-ব্যাটিং এবং স্পিন বিভাগ, ফিল্ডিং বিভাগ আমরা কীভাবে কী করবো, এটা আসলে আমরা পরিষ্কার মনোভাব নিয়ে আছি। প্রতিটা ক্রিকেটার জানে তাদের কাজটা কী।’
বিজয় মনে করেন, ব্যাটারদের কিছুটা সময় দেওয়া উচিত, ‘তাদের (ব্যাটসম্যান) কিছুটা সময় দেওয়া উচিত। ১০ বল হোক, ৩-৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক ব্যাটারের চার-ছক্কা মারার সামর্থ্য আছে। আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে।’ দলের সবাই এশিয়া কাপ ভালো করতে কঠোর পরিশ্রম করছে বলে জানালেন এই ওপেনার, ‘সাকিব ভাই থেকে শুরু করে টিমের সিনিয়র-জুনিয়র ক্রিকেটার যারা আছে সবাই আন্তরিক এবং খুবই মনোযোগী অনুশীলনে। দুই দিন অনুশীলন করে মনে হচ্ছে আমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী কার কী রুটিন, কার কী দায়িত্ব এগুলি খুবই মনোযোগের সঙ্গে করার চেষ্টা করছি।’
এশিয়া কাপে দুই ওপেনারকে নিয়ে খেলতে গেছে বাংলাদেশ। যদিও পরবর্তীতে নাঈম শেখকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই প্রতিযোগিতায় এনামুলের ওপেনার হিসেবে খেলার সম্ভাবনা প্রকট। যদিও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজে তার ব্যাটিংটা একদমই ভালো হয়নি। তবু এশিয়া কাপে ভালো খেলতে আত্মবিশ্বাসী তিনি, ‘এশিয়া কাপ বড় মঞ্চ, চেষ্টা করবো দলকে কার্যকরী ইনিংস উপহার দেওয়ার। নিজেকে ভাগ্যবান মনে করছি। ইনিংসের যেন শুভসূচনা করতে পারি। টপ অর্ডারে ভালো স্কোর দাঁড় করালে তাদের জন্যও সুবিধা হবে। আবার মিডল অর্ডার ভালো করলে লোয়ার মিডল অর্ডারের জন্য ভালো হবে। দলীয় স্কোর বড় করলে বোলারদের জন্য ভালো হবে। আশা করছি দারুণ সূচনা এনে দিতে পারবো, সেভাবেই অনুশীলন করছি।’ দুবাই পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। রবিবার ও সোমবার দুই দিনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। শারজাতে আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

দলের সবাই চার-ছক্কা মারতে পারে : এনামুল

আপডেট সময় : ১০:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : মরুর বুকে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ষষ্ঠ দেশ হিসেবে হংকং সুযোগ পেয়েছে মহাদেশীয় এই আসর খেলার। টেস্ট খেলুড়ে ৫ দেশের মধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতে সাকিব-মুশফিকদের অবস্থা একেবারেই নাজুক। মরুর বুকে ৫ ম্যাচের সবক’টিতে হেরেছে বাংলাদেশ। এমন পরিসংখ্যান সঙ্গী করেই ৩০ আগস্ট আফগানদের বিপক্ষে এশিয়া কাপের লড়াই শুরু করবে বাংলাদেশ। দলটির ওপেনার এনামুল হক জানিয়েছেন, এই টুর্নামেন্টে সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার ক্রিকেটারদের।
গত শুক্রবার রাতে আরব আমিরাত থেকে পাঠানো ভিডিও বার্তায় এমন অঙ্গীকারের কথা জানিয়েছেন এনামুল। তার ভাষ্য, ‘আমরা সবাই মনে করছি দারুণ একটি প্রভাব ফেলতে পারবো। টিমকে যতটুকু দেওয়ার সামর্থ্য আছে তার থেকে শতভাগ বেশি দেওয়ার চেষ্টা করবো সবাই। এই অঙ্গীকার সবাই করেছে, এবং এটা বিশ্বাস করি যে আমরা পারবো।’ কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। পাওয়ার হিটার না থাকায় প্রয়োজনীয় সময়ে বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারতে দেখা যায় না ব্যাটারদের। এনামুল অবশ্য মনে করেন, দলের সব ব্যাটারের চার-ছক্কা মারার সক্ষমতা আছে। ব্যাটারদের স্কিল বাড়াতে ‘হেড কোচের’ আড়ালে সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যুক্ত করেছে বিসিবি। তার সঙ্গে দারুন একটি মিটিং হয়েছে বলে জানিয়েছেন এনামুল, ‘আসলে শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। বোলিং-ব্যাটিং এবং স্পিন বিভাগ, ফিল্ডিং বিভাগ আমরা কীভাবে কী করবো, এটা আসলে আমরা পরিষ্কার মনোভাব নিয়ে আছি। প্রতিটা ক্রিকেটার জানে তাদের কাজটা কী।’
বিজয় মনে করেন, ব্যাটারদের কিছুটা সময় দেওয়া উচিত, ‘তাদের (ব্যাটসম্যান) কিছুটা সময় দেওয়া উচিত। ১০ বল হোক, ৩-৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক ব্যাটারের চার-ছক্কা মারার সামর্থ্য আছে। আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে।’ দলের সবাই এশিয়া কাপ ভালো করতে কঠোর পরিশ্রম করছে বলে জানালেন এই ওপেনার, ‘সাকিব ভাই থেকে শুরু করে টিমের সিনিয়র-জুনিয়র ক্রিকেটার যারা আছে সবাই আন্তরিক এবং খুবই মনোযোগী অনুশীলনে। দুই দিন অনুশীলন করে মনে হচ্ছে আমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী কার কী রুটিন, কার কী দায়িত্ব এগুলি খুবই মনোযোগের সঙ্গে করার চেষ্টা করছি।’
এশিয়া কাপে দুই ওপেনারকে নিয়ে খেলতে গেছে বাংলাদেশ। যদিও পরবর্তীতে নাঈম শেখকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই প্রতিযোগিতায় এনামুলের ওপেনার হিসেবে খেলার সম্ভাবনা প্রকট। যদিও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজে তার ব্যাটিংটা একদমই ভালো হয়নি। তবু এশিয়া কাপে ভালো খেলতে আত্মবিশ্বাসী তিনি, ‘এশিয়া কাপ বড় মঞ্চ, চেষ্টা করবো দলকে কার্যকরী ইনিংস উপহার দেওয়ার। নিজেকে ভাগ্যবান মনে করছি। ইনিংসের যেন শুভসূচনা করতে পারি। টপ অর্ডারে ভালো স্কোর দাঁড় করালে তাদের জন্যও সুবিধা হবে। আবার মিডল অর্ডার ভালো করলে লোয়ার মিডল অর্ডারের জন্য ভালো হবে। দলীয় স্কোর বড় করলে বোলারদের জন্য ভালো হবে। আশা করছি দারুণ সূচনা এনে দিতে পারবো, সেভাবেই অনুশীলন করছি।’ দুবাই পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। রবিবার ও সোমবার দুই দিনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। শারজাতে আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ।