ক্রীড়া ডেস্ক : দলের প্রয়োজনে অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের ফেরা উচিত বলে মনে করেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। ২০২০ সালের শেষের দিকে টিম ম্যানেজমেন্টের সাথে দ্বন্দ্বের কারনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। তবে নিয়মিত ঘরোয়া আসর ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন তিনি। বল হাতে এখনো দুর্দান্ত আমির। তাই আমিরকে জাতীয় দলে দেখতে চান আজহার। পাকিস্তানের সংবাদমাধ্যমকে আমির বলেন, ‘আমিরের দক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই। দারুন এক পেসার। বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলছে, পারফর্ম করছে। তাই দ্রুত সিদ্ধান্ত বদলে, পাকিস্তানের প্রয়োজনে জাতীয় দলে ফেরা উচিত আমিরের।’ ম্যাচ ফিক্সিয়ের কারণে ২০১০ সালে আমিরকে সবধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিলো আইসিসি। ২০১৬ সালে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেন আমির। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শিরোপা এনে দিতে প্রধান ভূমিকা রাখেন তিনি। আজহার আরও বলেন, ‘নিষেধাজ্ঞা থেকে ফিরে, বল হাতে ভয়ংকর ছিলেন আমির। তাই আমিরের পারফরমেন্সের কথা বিবেচনা করে, সব ঝামেলা মিটিয়ে দ্রুতই তাকে দলে নেয়া উচিত। এজন্য দু’পক্ষকেই একসাথে কথা বলতে হবে এবং সমাধানে আসতে হবে। দলের প্রয়োজনে হলে, কিছু বিষয় ছাড় দেয়া উচিত আমিরের।’