ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

দলীয় কর্মী নিহতের প্রতিবাদে দু’দিনের কর্মসূচি বিএনপির

  • আপডেট সময় : ০৩:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত ও সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা দোয়া ও আগামীকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি উদ্বোধনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সালাহ উদ্দিন আহমেদ।
র‌্যালিতে নানা রকমের ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। তারা সরকারবিরোধী নানা রকমের স্লোগান দেয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে বিকেল সোয়া চারটায় শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে শান্তিপূর্ণভাবে র‌্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে র‌্যালি শেষ করব।

সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০
সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের ইবি রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের করে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছিলো। আমি বক্তব্য দেওয়ার সময় কিছু নেতাকর্মী নবদ্বীপ পুল এলাকায় এগিয়ে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় আমাদের শতাধিক নেতাকর্মী আহত হন। তবে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয় ও ভাসানী মিলনায়তন প্রাঙ্গণে সমবেত হয়। আলোচনাসভা শেষে ফিরে যাওয়ার পথে হঠাৎ করেই বিএনপির কর্মীরা বিশৃঙ্খলা শুরু করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় পুলিশের সাতজনসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩২
নেত্রকোনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটেছে।

দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। পরে পুলিশের সঙ্গে বাগবিত-া শুরু হয়। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ ১২ পুলিশ সদস্য আহত হন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ এসে লাটিচার্জ করে। আমাদের ওপর হামলা চালায় টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দলীয় কর্মী নিহতের প্রতিবাদে দু’দিনের কর্মসূচি বিএনপির

আপডেট সময় : ০৩:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত ও সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা দোয়া ও আগামীকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি উদ্বোধনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সালাহ উদ্দিন আহমেদ।
র‌্যালিতে নানা রকমের ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। তারা সরকারবিরোধী নানা রকমের স্লোগান দেয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে বিকেল সোয়া চারটায় শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে শান্তিপূর্ণভাবে র‌্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে র‌্যালি শেষ করব।

সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০
সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের ইবি রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের করে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছিলো। আমি বক্তব্য দেওয়ার সময় কিছু নেতাকর্মী নবদ্বীপ পুল এলাকায় এগিয়ে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় আমাদের শতাধিক নেতাকর্মী আহত হন। তবে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয় ও ভাসানী মিলনায়তন প্রাঙ্গণে সমবেত হয়। আলোচনাসভা শেষে ফিরে যাওয়ার পথে হঠাৎ করেই বিএনপির কর্মীরা বিশৃঙ্খলা শুরু করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় পুলিশের সাতজনসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩২
নেত্রকোনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটেছে।

দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। পরে পুলিশের সঙ্গে বাগবিত-া শুরু হয়। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ ১২ পুলিশ সদস্য আহত হন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ এসে লাটিচার্জ করে। আমাদের ওপর হামলা চালায় টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।