ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দলবেঁধে ধর্ষণ মামলায় টেকনাফে ৩ আসামির যাবজ্জীবন

  • আপডেট সময় : ১২:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক শিশুকে দলবেঁধে ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করে। দ-িতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার আব্দুল সালামের ছেলে নুরুল আলম ও একই এলাকার মৃত জালাল আহমদের ছেলে হেলাল উদ্দিন ও মোহাম্মদ কাশিমের ছেলে মমতাজ মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা জানান। মৃত্যুদ-ের পাশাপাশি বিচারক আসামিদের এক লাখ টাকা অর্তদ-ও দিয়েছেন। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদ- ভোগ করতে হবে। এ ছাড়া মামলার এক আসামির বিচারাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় বিচারক তাকে অব্যাহতি দিয়েছেন। মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা বলেন, ২০০৩ সালের ৫ এপ্রিল বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকায় বাড়ির পাশে পাহাড়ে লাকড়ি কুড়াতে যায় স্থানীয় এক মেয়ে শিশু। সেখান থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে একা পেয়ে ৪/৫ জন দলবেঁধে ধর্ষণ করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে টেকনাফ থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দলবেঁধে ধর্ষণ মামলায় টেকনাফে ৩ আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ১২:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক শিশুকে দলবেঁধে ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করে। দ-িতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার আব্দুল সালামের ছেলে নুরুল আলম ও একই এলাকার মৃত জালাল আহমদের ছেলে হেলাল উদ্দিন ও মোহাম্মদ কাশিমের ছেলে মমতাজ মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা জানান। মৃত্যুদ-ের পাশাপাশি বিচারক আসামিদের এক লাখ টাকা অর্তদ-ও দিয়েছেন। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদ- ভোগ করতে হবে। এ ছাড়া মামলার এক আসামির বিচারাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় বিচারক তাকে অব্যাহতি দিয়েছেন। মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা বলেন, ২০০৩ সালের ৫ এপ্রিল বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকায় বাড়ির পাশে পাহাড়ে লাকড়ি কুড়াতে যায় স্থানীয় এক মেয়ে শিশু। সেখান থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে একা পেয়ে ৪/৫ জন দলবেঁধে ধর্ষণ করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে টেকনাফ থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।