ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

দলগুলোর সঙ্গে সংলাপের ‘দরকার’ মনে করছে না নির্বাচন সংস্কার কমিশন

  • আপডেট সময় : ০৮:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কারের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। এক্ষেত্রে অংশীজনের সুস্পষ্ট মতামত নিলেও কোনো সংলাপের বসার ‘দরকার’ নেই। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশনের ১২তম বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে দলগুলোর সঙ্গে বসবেন (সংলাপে) কি না প্রশ্ন করা হলে বলেন, আমাদের কাজটা হলো কারিগরি। সম্পূর্ণ টেকনিক্যাল। তাদের সঙ্গে কোনো মত বিনিময়ের কিছু নাই বস্তুত। কারণ আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই। তিনি বলেন, সরাসরি আলোচনা না হলেও নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত, প্রস্তাব ও সুপারিশগুলো আমরা নেব। অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করবো। নির্বাচন কমিশন নিয়োগের জন্য সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে কিন্তু আপনারা সার্চ কমিটির সংস্কারের প্রস্তাব দিতে চেয়েছিলেন, এই বিষয়ে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজন। আর নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতেই পারে। সার্চ কমিটি তার নিজস্ব গতিতে কাজ করবে এবং আমরা আমাদের মতো কাজ করবো।
তিনি বলেন, আমরা এ পর্যন্ত ১২ টি সভা করেছি। এগুলো ফরমাল, ইনফরমালি আরও আলাপ আলোচনা করেছি। আমরা যে ইস্যুগুলো চিহ্নিত করবো, তার ভিত্তিতে বিভিন্ন অংশীজনের মতামত নেব। মতামত নেওয়ার পর আমরা সরকারের সুপারিশ দেওয়ার জন্য প্রস্তুত হবো। প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারেন সেই বিষয়েও আলোচনা করেছেন বলেও জানান তিনি। এর আগে ১১টি বৈঠক হলেও সাত সদস্যের সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি যোগ হলো বৃহস্পতিবার৷ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান সদস্য হওয়ায় তাকে ধন্যবাদ দেন বদিউল আলম মজুমদার। বৈঠকে অন্যদের মধ্যে সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, মোহাম্মদ সাদেক ফেরদৌস, ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এবং উপসচিব মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলগুলোর সঙ্গে সংলাপের ‘দরকার’ মনে করছে না নির্বাচন সংস্কার কমিশন

আপডেট সময় : ০৮:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কারের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। এক্ষেত্রে অংশীজনের সুস্পষ্ট মতামত নিলেও কোনো সংলাপের বসার ‘দরকার’ নেই। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশনের ১২তম বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে দলগুলোর সঙ্গে বসবেন (সংলাপে) কি না প্রশ্ন করা হলে বলেন, আমাদের কাজটা হলো কারিগরি। সম্পূর্ণ টেকনিক্যাল। তাদের সঙ্গে কোনো মত বিনিময়ের কিছু নাই বস্তুত। কারণ আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই। তিনি বলেন, সরাসরি আলোচনা না হলেও নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত, প্রস্তাব ও সুপারিশগুলো আমরা নেব। অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করবো। নির্বাচন কমিশন নিয়োগের জন্য সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে কিন্তু আপনারা সার্চ কমিটির সংস্কারের প্রস্তাব দিতে চেয়েছিলেন, এই বিষয়ে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজন। আর নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতেই পারে। সার্চ কমিটি তার নিজস্ব গতিতে কাজ করবে এবং আমরা আমাদের মতো কাজ করবো।
তিনি বলেন, আমরা এ পর্যন্ত ১২ টি সভা করেছি। এগুলো ফরমাল, ইনফরমালি আরও আলাপ আলোচনা করেছি। আমরা যে ইস্যুগুলো চিহ্নিত করবো, তার ভিত্তিতে বিভিন্ন অংশীজনের মতামত নেব। মতামত নেওয়ার পর আমরা সরকারের সুপারিশ দেওয়ার জন্য প্রস্তুত হবো। প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারেন সেই বিষয়েও আলোচনা করেছেন বলেও জানান তিনি। এর আগে ১১টি বৈঠক হলেও সাত সদস্যের সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি যোগ হলো বৃহস্পতিবার৷ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান সদস্য হওয়ায় তাকে ধন্যবাদ দেন বদিউল আলম মজুমদার। বৈঠকে অন্যদের মধ্যে সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, মোহাম্মদ সাদেক ফেরদৌস, ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এবং উপসচিব মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।