বিনোদন ডেস্ক: বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’। সাফল্যের ধারাবাহিকতায় ফ্রান্সের প্যারিসের পর ইতালির ভেনিসেও ছবিটি প্রদর্শিত হচ্ছে। ইউরোপের এই দুই শহরে ছবিটি দারুণ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন নির্মাতা। ২ আগস্ট প্যারিসে মুক্তির পর গেল শনিবার বাংলাদেশ সময় রাতে ভেনিসের একটি থিয়েটারে ‘প্রিয়তমা’র শো প্রদর্শীত হয়। প্রথম শোতেই সেখানে বসবাসরত বাংলাদেশিরা প্রিয়তমাকে লুফে নেয়। দর্শকদের চাপে একটি শো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনকি প্যারিস ও ভেনিসে দর্শকদের চাপে অফিসিয়ালি এই ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে। ঢাকার আফতাবনগরের ইফতেখার ইমাজ দেড় বছর যাবৎ ইতালি থাকছেন। শনিবার রাতে তিনি ভেনিসের একটি থিয়েটারে ‘প্রিয়তমা’ দেখেছেন বলে জানালেন। চ্যানেল আই অনলাইনকে ইমাজ বলেন, প্রথমে ভেবেছিলাম সেভাবে দর্শক হবে না। এজন্য আগে টিকেট সংগ্রহ করিনি। পরে থিয়েটারে গিয়ে দেখি প্রবাসী বাংলাদেশিদের অনেক ভিড়। টিকেট না পাওয়ায় বাড়তি মূল্য (ব্ল্যাক) দিয়ে টিকেট কেটে ‘প্রিয়তমা’ দেখেছি। তিনি বলেন, অনেক দর্শক টিকেট না পেয়ে সিঁড়িতে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন। ছবি দেখে কেউ হতাশ হয়নি। এখানে দর্শকদের চাপে বুধবার নতুন শো বাড়ানো হয়েছে। বাংলা ছবির এখানে এত চাহিদা সেটা চোখে না দেখলে বিশ্বাস হতো না।
বাংলাদেশ থেকে ইউরোপের ফ্রান্স, ইতালিতে ‘প্রিয়তমা’ পরিবেশনা করছেন জাহিদ হাসান অভি। তিনি বলেন, অনেকদিন পর ফ্রান্স ও ইতালিতে বাংলা ছবি মুক্তি পেল। তাই প্রথমে ভেবেছিলাম দর্শক সেখানে আসবে কিনা! কিন্তু আনঅফিসিয়ালি সেখানে ‘প্রিয়তমা’ মুক্তির পর সেই সন্দেহ কেটে গেছে। তিনি জানান, প্যারিসে অগ্রিম তিনদিনের টিকেট অলরেডি সোল্ডআইউ। ভেনিসে প্রথম শোতে খুব ভালো সাড়া পাওয়া গেছে। আমরা শিগগির ফ্রান্স এবং ইতালির অন্য শহরে অফিসিয়াল রিলিজের ব্যবস্থা করছি, যা প্রক্রিয়াধীন। জাহিদ হাসান অভি বলেন, শিগগিরই পর্তুগাল, নেদারল্যান্ড, লন্ডন, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিংগাপুরে প্রিয়তমা মুক্তি পাবে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। বর্তমানে ষষ্ঠ সপ্তাহব্যাপী ছবিটি প্রদর্শিত হচ্ছে। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শাকিব ছাড়াও এতে অভিনয় করেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, সহীদ উন নবী, ইমতু রাতিশ প্রমুখ। ইতোমধ্যে বাংলা ছবির ইতিহাসে ব্যবসায়িক রেকর্ড গড়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’! ঈদে মুক্তি পাওয়া এই ছবি দিয়ে একমাসেই প্রায় ২৭ কোটির টাকার টিকিট বিক্রি হয়েছে!