ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

দর্শকখরায় সিনেপ্লেক্স থেকে নেমে গেল ঈদের দুই সিনেমা

  • আপডেট সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক চাহিদা না থাকায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে দুইটি সিনেমা। মুক্তির পাঁচ দিনের মাথায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দুটি নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গ্লিটজকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “দুটি সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় দর্শক চাহিদা থাকা ‘তুফান’ সিনেমার শো বাড়ানো হয়েছে। আমাদের দুটি শাখায় চলছিল ‘রিভেঞ্জ’ সিনেমার শো এবং একটি শাখায় চলছিল ‘ডার্ক ওয়ার্ল্ড’। সেগুলো নামিয়ে ‘তুফান’ সিনেমার প্রায় ৫৩টি শো করা হয়েছে। বাংলা অন্য সিনেমার মধ্যে জায়গা ধরে রেখেছে ‘আগন্তুক’ ও ‘ময়ূরাক্ষী’।” পাঁচদিনের মাথায় সিনেমা দুটি নামিয়ে ফেলার কারণ সম্পর্কে তিনি বলেন, “কোনো সিনেমা যদি দর্শক দেখে সে সিনেমা আমরা কখনই নামিয়ে দেই না। সিনেমা দুটি দর্শক দেখছেন না। দর্শক চাহিদা না থাকায় এগুলো নামিয়ে যে সিনেমা দর্শক দেখতে চাইছেন, আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি।” শবনম বুবলী ও জিয়াউল রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ মুক্তি পেয়েছে দেশের প্রায় ১৫টি প্রেক্ষাগৃহে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎসহ আরো অনেকে। গত দুই বছর ধরে দেশের কয়েকটি জায়গায় শুটিং হয়েছে সিনেমাটির। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

দর্শকখরায় সিনেপ্লেক্স থেকে নেমে গেল ঈদের দুই সিনেমা

আপডেট সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

বিনোদন প্রতিবেদক: ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক চাহিদা না থাকায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে দুইটি সিনেমা। মুক্তির পাঁচ দিনের মাথায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দুটি নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গ্লিটজকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “দুটি সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় দর্শক চাহিদা থাকা ‘তুফান’ সিনেমার শো বাড়ানো হয়েছে। আমাদের দুটি শাখায় চলছিল ‘রিভেঞ্জ’ সিনেমার শো এবং একটি শাখায় চলছিল ‘ডার্ক ওয়ার্ল্ড’। সেগুলো নামিয়ে ‘তুফান’ সিনেমার প্রায় ৫৩টি শো করা হয়েছে। বাংলা অন্য সিনেমার মধ্যে জায়গা ধরে রেখেছে ‘আগন্তুক’ ও ‘ময়ূরাক্ষী’।” পাঁচদিনের মাথায় সিনেমা দুটি নামিয়ে ফেলার কারণ সম্পর্কে তিনি বলেন, “কোনো সিনেমা যদি দর্শক দেখে সে সিনেমা আমরা কখনই নামিয়ে দেই না। সিনেমা দুটি দর্শক দেখছেন না। দর্শক চাহিদা না থাকায় এগুলো নামিয়ে যে সিনেমা দর্শক দেখতে চাইছেন, আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি।” শবনম বুবলী ও জিয়াউল রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ মুক্তি পেয়েছে দেশের প্রায় ১৫টি প্রেক্ষাগৃহে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎসহ আরো অনেকে। গত দুই বছর ধরে দেশের কয়েকটি জায়গায় শুটিং হয়েছে সিনেমাটির। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।