ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

দরপতন হয়ে সর্বোচ্চ দামের অর্ধেকে বিটকয়েন

  • আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রিপ্টো মুদ্রাটির দাম নেমে এসেছে ৩৪ হাজার ডলারের নিচে। গত বছরের নভেম্বরেই সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল বিটকয়েন। ছয় মাসের ব্যবধানে বৃহত্তম ক্রিপ্টো মুদ্রাটির বাজার মূল্য সর্বোচ্চ দামের অর্ধেকে নেমে আসার তথ্য দিয়েছে ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ কয়েনবেইজ।
কেবল ক্রিপ্টো মুদ্রা বাজার নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের শেয়ার বাজারেও দরপতন হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। এশিয়ার বাজারগুলোয় নি¤œমুখী প্রবণতা ছিল সোমবারেও। জাপানে পূঁজি বাজারের মান হিসেবে বিবেচিত নিককেই ইনডেক্সে পতন হয়েছে দুই শতাংশ।
অন্যদিকে বিশ্বজুড়ে ক্রিপ্টো মুদ্রা বাজারের এক-তৃতীয়াংশ আছে বিটকয়েনের দখলে। এ বাজারের আকার ৬৫ হাজার কোটি ডলার। কেবল বিটকয়েন নয়, দরপতন হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ক্রিপ্টো মুদ্রা ইথেরিয়ামেরও। গত সপ্তাহে ইথার কয়েনের দাম কমেছে ১০ শতাংশ। অন্যান্য বছরের তুলনায় ২০২২ সালে ক্রিপ্টো মুদ্রা বাজারে তেমন কোনো নাটকীয় ঘটনা ঘটেনি বললেই চলে। তবে, ক্রিপ্টো মুদ্রা বাজারের পরিচিত অস্থিতিশীলতা কমেনি। ক্রিপ্টো মুদ্রা বাজারে অপেশাদার বিনিয়োগকারীদের আধিপত্য ছিল আগের বছরগুলোতে। সে দৃশ্যপট পাল্টেছে, বাজারে পেশাদার বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিতি ও অংশগ্রহণ বেড়েছে। ডিজিটাল মুদ্রা খাতে মূল ধারার বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক শেয়ার বাজারের সঙ্গে ক্রিপ্টো মুদ্রা বাজারের সামঞ্জস্যতা বেড়েছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগকারী ক্রেতাও প্রযুক্তিখাতের শেয়ারের মতো ডিজিটাল সম্পদগুলোকে ‘রিস্ক অ্যাসেট’ বা ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করেন বলে জানিয়েছে বিবিসি। আর, বাজারে অনিশ্চয়তা দেখলে মূলধারার বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদগুলোই আগে বেচে দেন। পণ্যের মূল্য বৃদ্ধি মোকাবেলার কৌশল হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ সুদের হার বাড়িয়েছে। বিশ্ব অর্থনীতিতে ইউক্রেইন যুদ্ধের প্রভাব নিয়েও শঙ্কিত বিনিয়োগকারীরা।
অন্যদিকে, গত এক বছরে বিটকয়েনকে অনুমোদিত মুদ্রার স্বীকৃতি দিয়েছে এল সালভাদর এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ভোক্তারা যুক্তরাষ্ট্রের ডলারের পাশাপাশি লেনদেনে বিটকয়েন ব্যবহার করতে পারবেন, এল সালভাদর এমন ঘোষণা দেওয়ার পরপরই নড়েচড়ে বসেছে আইএমএফ। এল সালভাদরকে সিদ্ধান্ত পাল্টানোর তাগাদা দিয়ে আসছে সংস্থাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দরপতন হয়ে সর্বোচ্চ দামের অর্ধেকে বিটকয়েন

আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রিপ্টো মুদ্রাটির দাম নেমে এসেছে ৩৪ হাজার ডলারের নিচে। গত বছরের নভেম্বরেই সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল বিটকয়েন। ছয় মাসের ব্যবধানে বৃহত্তম ক্রিপ্টো মুদ্রাটির বাজার মূল্য সর্বোচ্চ দামের অর্ধেকে নেমে আসার তথ্য দিয়েছে ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ কয়েনবেইজ।
কেবল ক্রিপ্টো মুদ্রা বাজার নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের শেয়ার বাজারেও দরপতন হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। এশিয়ার বাজারগুলোয় নি¤œমুখী প্রবণতা ছিল সোমবারেও। জাপানে পূঁজি বাজারের মান হিসেবে বিবেচিত নিককেই ইনডেক্সে পতন হয়েছে দুই শতাংশ।
অন্যদিকে বিশ্বজুড়ে ক্রিপ্টো মুদ্রা বাজারের এক-তৃতীয়াংশ আছে বিটকয়েনের দখলে। এ বাজারের আকার ৬৫ হাজার কোটি ডলার। কেবল বিটকয়েন নয়, দরপতন হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ক্রিপ্টো মুদ্রা ইথেরিয়ামেরও। গত সপ্তাহে ইথার কয়েনের দাম কমেছে ১০ শতাংশ। অন্যান্য বছরের তুলনায় ২০২২ সালে ক্রিপ্টো মুদ্রা বাজারে তেমন কোনো নাটকীয় ঘটনা ঘটেনি বললেই চলে। তবে, ক্রিপ্টো মুদ্রা বাজারের পরিচিত অস্থিতিশীলতা কমেনি। ক্রিপ্টো মুদ্রা বাজারে অপেশাদার বিনিয়োগকারীদের আধিপত্য ছিল আগের বছরগুলোতে। সে দৃশ্যপট পাল্টেছে, বাজারে পেশাদার বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিতি ও অংশগ্রহণ বেড়েছে। ডিজিটাল মুদ্রা খাতে মূল ধারার বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক শেয়ার বাজারের সঙ্গে ক্রিপ্টো মুদ্রা বাজারের সামঞ্জস্যতা বেড়েছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগকারী ক্রেতাও প্রযুক্তিখাতের শেয়ারের মতো ডিজিটাল সম্পদগুলোকে ‘রিস্ক অ্যাসেট’ বা ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করেন বলে জানিয়েছে বিবিসি। আর, বাজারে অনিশ্চয়তা দেখলে মূলধারার বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদগুলোই আগে বেচে দেন। পণ্যের মূল্য বৃদ্ধি মোকাবেলার কৌশল হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ সুদের হার বাড়িয়েছে। বিশ্ব অর্থনীতিতে ইউক্রেইন যুদ্ধের প্রভাব নিয়েও শঙ্কিত বিনিয়োগকারীরা।
অন্যদিকে, গত এক বছরে বিটকয়েনকে অনুমোদিত মুদ্রার স্বীকৃতি দিয়েছে এল সালভাদর এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ভোক্তারা যুক্তরাষ্ট্রের ডলারের পাশাপাশি লেনদেনে বিটকয়েন ব্যবহার করতে পারবেন, এল সালভাদর এমন ঘোষণা দেওয়ার পরপরই নড়েচড়ে বসেছে আইএমএফ। এল সালভাদরকে সিদ্ধান্ত পাল্টানোর তাগাদা দিয়ে আসছে সংস্থাটি।