ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

দরপতন পুঁজিবাজারে

  • আপডেট সময় : ০২:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষের দিন পুঁজিবাজারে সূচক কমেছে। গতকাল বৃহস্পতিবার দিন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে ৬ হাজার ৭০২ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে। ঢাকায় সূচক কমলেও লেনদেন আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ বা ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেড়েছে। এদিন ডিএসইতে ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৬৯ শতাংশ কোম্পানির দাম কমেছে। বেড়েছে ২২ শতাংশের দাম ও অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশের দাম। এদিন ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে একহাজার ৪২৩ দশমিক ৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১১ দশমিক ৯৯ পয়েন্টে। গতকাল লেনদেনে শীর্ষ ১০-এ ছিল- ফরচুন সুজ, বেক্সিমকো, বিকন ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স। অন্যদিকে দরবৃদ্ধিতে শীর্ষ ১০-এ ছিল, ঢাকা ডাইং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেঃ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেঃ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, দেশ জেঃ ইন্স্যুরেন্স ও কর্ণফূলী ইন্স্যুরেন্স।
দরপতনে শীর্ষ ১০-এ ছিল, খান ব্রাদার্স পিপি, অ্যাপেক্স ফুটওয়ার, এমআই সিমেন্ট, তমিজুদ্দীন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং, ন্যাশনাল টি, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, বিচ হ্যাচারি ও দেশ গার্মেন্টস।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩৮ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৭০ শতাংশ কমে অবস্থান করছে ১৯ হাজার ৫২৯ দশমিক ৬৭ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৫৫ দশমিক ৮৭ শতাংশ বা ৬১ কোটি ৯৮ লাখ টাকা কমেছে।
এদিন মোট ৪৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ১১০ কোটি ৯৫ লাখ টাকা। সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দরপতন পুঁজিবাজারে

আপডেট সময় : ০২:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষের দিন পুঁজিবাজারে সূচক কমেছে। গতকাল বৃহস্পতিবার দিন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে ৬ হাজার ৭০২ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে। ঢাকায় সূচক কমলেও লেনদেন আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ বা ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেড়েছে। এদিন ডিএসইতে ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৬৯ শতাংশ কোম্পানির দাম কমেছে। বেড়েছে ২২ শতাংশের দাম ও অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশের দাম। এদিন ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে একহাজার ৪২৩ দশমিক ৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১১ দশমিক ৯৯ পয়েন্টে। গতকাল লেনদেনে শীর্ষ ১০-এ ছিল- ফরচুন সুজ, বেক্সিমকো, বিকন ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স। অন্যদিকে দরবৃদ্ধিতে শীর্ষ ১০-এ ছিল, ঢাকা ডাইং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেঃ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেঃ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, দেশ জেঃ ইন্স্যুরেন্স ও কর্ণফূলী ইন্স্যুরেন্স।
দরপতনে শীর্ষ ১০-এ ছিল, খান ব্রাদার্স পিপি, অ্যাপেক্স ফুটওয়ার, এমআই সিমেন্ট, তমিজুদ্দীন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং, ন্যাশনাল টি, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, বিচ হ্যাচারি ও দেশ গার্মেন্টস।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩৮ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৭০ শতাংশ কমে অবস্থান করছে ১৯ হাজার ৫২৯ দশমিক ৬৭ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৫৫ দশমিক ৮৭ শতাংশ বা ৬১ কোটি ৯৮ লাখ টাকা কমেছে।
এদিন মোট ৪৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ১১০ কোটি ৯৫ লাখ টাকা। সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।