প্রত্যাশা ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে রওনা দেওয়ার আগে ভারতের রাজস্থানের জয়পুরে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও সেখানে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরগা শরিফের স্মারক বইতে একলাইন লিখেন তিনি। নিজের স্বাক্ষর দিয়ে প্রধানমন্ত্রী লেখেন, দেশের জনগণের জন্য দোয়া চাই। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে এই লেখার ছবি আছে। পোস্টে জুনায়েদ আহমেদ পলক লিখেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার হৃদয়ে, দেশ ও দেশের মানুষের জন্য ভালোবাসা, প্রার্থনা, চাওয়া কতখানি জুড়ে আছে সব এ লেখাই বলে দেয়।





















