নিজস্ব প্রতিবেদক : তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল রোববার বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে। নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল গনি সাবু রাইজিংবিডিকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা কলেজের বাসে ইট মারাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করতে আসেনি।
এর আগে, রোববার দুপুর ১টার পর পর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ এসে টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় গ্রিন রোড, সাইন্সল্যাব, মিরপুর সড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উভয় গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলে তাদের সহপাঠীরা জানান। জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর আগে তাদের মারধর করা হয়। সেখানে উভয় কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের মাধ্যমে তাদের বের করে দেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা সরে যাওয়াতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এরই মধ্যে শত শত যানবাহন এসব সড়কে আটকা পড়েছে। যাত্রীদের পড়তে হয় অবর্ণনীয় দুর্ভোগে।
দফায় দফায় সংঘর্ষের পর ৩ কলেজ শান্ত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ