ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দণ্ডাদেশ মাথায় নিয়ে দেশ ছেড়েছেন ইরানি পরিচালক রাসুলফ

  • আপডেট সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: একদিকে মাথার ওপর ঝুলছে কারাদণ্ডাদেশ, অন্যদিকে কান চলচ্চিত্র উৎসব থেকে এসেছে ডাক। এসব নিয়ে আলোচনার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইরান ছেড়েছেন পরিচালক মোহাম্মদ রাসুলফ। বিবিসি লিখেছে, এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই দেশ ছাড়ার কথা জানিয়েছেন রাসুলফ। এখন তার গন্তব্য ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব কি না, সে বিষয়ে কিছু জানাননি। তুষারের চাদরে মোড়ানো সীমান্ত এলাকার ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে রাসুলফ বলেন, “আমার বন্ধু এবং পরিচিতদের কাছে কৃতজ্ঞ। হৃদয়বান সেইসব মানুষ সম্পূর্ণভাবে স্বার্থের বাইরে গিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সীমান্ত পার করে দিয়েছেন। এই কঠিন যাত্রায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা।”
ইরানে ৫০ বছর বয়সী রাসুলফকে প্রথমসারির চলচ্চিত্র নির্মাতা বিবেচনা করা হয়। তার সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে। সেখানে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। কান থেকে এ সিনেমাটি প্রত্যাহার করার জন্য রাসুলফের ওপর প্রথমে চাপ সৃষ্টি করে ইরান সরকার। কিন্তু রাসুলফ তা করেননি। পরে নির্মাতার কর্মকাণ্ড দেশের জন্য ‘হুমকি হয়ে উঠেছে’ অভিযোগ তুলে তেহরানের আদালত রাসুলফকে আট বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি এই চলচ্চিত্র নির্মাতাকে চাবুক মারা ও তার সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ আসে রায়ে। এই চলচ্চিত্রকারের কান উৎসবে যোগ দেওয়া নিয়ে আগেই সংশয়ের কথা জানিয়েছিলেন তার আইনজীবী বাবাক পাকনিয়া। এখন তিনি বলছেন, “আমি নিশ্চিত যে মোহাম্মদ রাসুলফ ইরান ত্যাগ করে কান উৎসবে অংশ নেবেন।” কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে মঙ্গলবার। ধারণা করা হচ্ছে অভিনয়শিল্পী ও নির্মাতারা কান উৎসবে রাসুলফের পক্ষে সরব ভূমিকা নেবেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

দণ্ডাদেশ মাথায় নিয়ে দেশ ছেড়েছেন ইরানি পরিচালক রাসুলফ

আপডেট সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

বিনোদন ডেস্ক: একদিকে মাথার ওপর ঝুলছে কারাদণ্ডাদেশ, অন্যদিকে কান চলচ্চিত্র উৎসব থেকে এসেছে ডাক। এসব নিয়ে আলোচনার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইরান ছেড়েছেন পরিচালক মোহাম্মদ রাসুলফ। বিবিসি লিখেছে, এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই দেশ ছাড়ার কথা জানিয়েছেন রাসুলফ। এখন তার গন্তব্য ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব কি না, সে বিষয়ে কিছু জানাননি। তুষারের চাদরে মোড়ানো সীমান্ত এলাকার ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে রাসুলফ বলেন, “আমার বন্ধু এবং পরিচিতদের কাছে কৃতজ্ঞ। হৃদয়বান সেইসব মানুষ সম্পূর্ণভাবে স্বার্থের বাইরে গিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সীমান্ত পার করে দিয়েছেন। এই কঠিন যাত্রায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা।”
ইরানে ৫০ বছর বয়সী রাসুলফকে প্রথমসারির চলচ্চিত্র নির্মাতা বিবেচনা করা হয়। তার সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে। সেখানে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। কান থেকে এ সিনেমাটি প্রত্যাহার করার জন্য রাসুলফের ওপর প্রথমে চাপ সৃষ্টি করে ইরান সরকার। কিন্তু রাসুলফ তা করেননি। পরে নির্মাতার কর্মকাণ্ড দেশের জন্য ‘হুমকি হয়ে উঠেছে’ অভিযোগ তুলে তেহরানের আদালত রাসুলফকে আট বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি এই চলচ্চিত্র নির্মাতাকে চাবুক মারা ও তার সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ আসে রায়ে। এই চলচ্চিত্রকারের কান উৎসবে যোগ দেওয়া নিয়ে আগেই সংশয়ের কথা জানিয়েছিলেন তার আইনজীবী বাবাক পাকনিয়া। এখন তিনি বলছেন, “আমি নিশ্চিত যে মোহাম্মদ রাসুলফ ইরান ত্যাগ করে কান উৎসবে অংশ নেবেন।” কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে মঙ্গলবার। ধারণা করা হচ্ছে অভিনয়শিল্পী ও নির্মাতারা কান উৎসবে রাসুলফের পক্ষে সরব ভূমিকা নেবেন।