ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

দক্ষ জনবল তৈরি করবে মেট্রোনেট অ্যাকাডেমিদক্ষ জনবল তৈরি করবে মেট্রোনেট অ্যাকাডেমিদক্ষ জনবল তৈরি করবে মেট্রোনেট অ্যাকাডেমি

  • আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড দক্ষ জনবল তৈরি করতে মেট্রোনেট অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছে। নিজস্ব নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা হলো মেট্রোনেট অ্যাকাডেমির। সম্প্রতি রাজধানীর গুলশানে এফবিসিসিআই পরিচালক, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি, বেসিসের সাবেক সভাপতি ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমাস কবীর এই অ্যাকাডেমির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ, মুহাম্মদ রেদওয়ানুল করিম, ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট তানিয়া হক প্রান্তি এবং ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মুন ম-ল রাজীব প্রথম দিনের ট্রেনিং সেশন পরিচালনা করেন।
সৈয়দ আলমাস কবীর বলেন, ‘দেশের বর্তমান জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলতে হলে এখনই তরুণদের নিয়ে কাজ শুরু করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়লেও গত দেড় বছরে তেমন কোনও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সেই জায়গা থেকেই মেট্রোনেট অ্যাকাডেমি আত্মপ্রকাশ করলো।’
তিনি আরও বলেন, ‘গত দুই দশক যাবত মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড নেটওয়ার্কিং সেক্টরে ১০ হাজারের বেশি মানবসম্পদ তৈরি করেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেরাই বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অনেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরেও পাড়ি দিয়েছেন এবং দক্ষ কর্মী হিসেবে আমাদের দেশীয় রেমিট্যান্স বৃদ্ধিতে অবদান রাখছেন।’ মেট্রোনেট অ্যাকাডেমিও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ২০০১ সালে দেশের প্রথম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক স্থাপন করে। ২০১৭ সালে মেট্রোনেট প্রথম ক্লাউড প্লাটফর্ম তৈরি করে এবং বাংলাদেশের আইটি ও আইটিইএস কোম্পানি, স্টার্ট-আপ, ব্যাংকগুলো নিজেদের অ্যাপ ও ডেটা রাখার জন্য সেই প্লাটফর্ম ব্যবহার করতে শুরু করে। কেন্দ্রীয় বা মাঠ পর্যায়ে ই-সার্ভিস বাস্তবায়নের জন্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়নে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ইন্টারনেট, আইপি টেলিফোন, ক্লাউড, ওয়েব ডেভেলপমেন্টসহ নানা সার্ভিস দিচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনবল তৈরি করবে মেট্রোনেট অ্যাকাডেমিদক্ষ জনবল তৈরি করবে মেট্রোনেট অ্যাকাডেমিদক্ষ জনবল তৈরি করবে মেট্রোনেট অ্যাকাডেমি

আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড দক্ষ জনবল তৈরি করতে মেট্রোনেট অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছে। নিজস্ব নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা হলো মেট্রোনেট অ্যাকাডেমির। সম্প্রতি রাজধানীর গুলশানে এফবিসিসিআই পরিচালক, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি, বেসিসের সাবেক সভাপতি ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমাস কবীর এই অ্যাকাডেমির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ, মুহাম্মদ রেদওয়ানুল করিম, ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট তানিয়া হক প্রান্তি এবং ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মুন ম-ল রাজীব প্রথম দিনের ট্রেনিং সেশন পরিচালনা করেন।
সৈয়দ আলমাস কবীর বলেন, ‘দেশের বর্তমান জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলতে হলে এখনই তরুণদের নিয়ে কাজ শুরু করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়লেও গত দেড় বছরে তেমন কোনও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সেই জায়গা থেকেই মেট্রোনেট অ্যাকাডেমি আত্মপ্রকাশ করলো।’
তিনি আরও বলেন, ‘গত দুই দশক যাবত মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড নেটওয়ার্কিং সেক্টরে ১০ হাজারের বেশি মানবসম্পদ তৈরি করেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেরাই বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অনেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরেও পাড়ি দিয়েছেন এবং দক্ষ কর্মী হিসেবে আমাদের দেশীয় রেমিট্যান্স বৃদ্ধিতে অবদান রাখছেন।’ মেট্রোনেট অ্যাকাডেমিও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ২০০১ সালে দেশের প্রথম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক স্থাপন করে। ২০১৭ সালে মেট্রোনেট প্রথম ক্লাউড প্লাটফর্ম তৈরি করে এবং বাংলাদেশের আইটি ও আইটিইএস কোম্পানি, স্টার্ট-আপ, ব্যাংকগুলো নিজেদের অ্যাপ ও ডেটা রাখার জন্য সেই প্লাটফর্ম ব্যবহার করতে শুরু করে। কেন্দ্রীয় বা মাঠ পর্যায়ে ই-সার্ভিস বাস্তবায়নের জন্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়নে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ইন্টারনেট, আইপি টেলিফোন, ক্লাউড, ওয়েব ডেভেলপমেন্টসহ নানা সার্ভিস দিচ্ছে।