ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

  • আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্তের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। তবে এটি ওই বিমানের অংম কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

জাতিসংঘ পরিচালিত রেডিও মিরায়া বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। বাকি তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও; তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। রেডিওটি বলেছে, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে বিমানটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন। ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েচ বিপাল জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে ২০ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। বিমানটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে তিনি জানান, দুর্ঘটনা কবলিত বিমানে ২১ আরোহী ছিলেন। যার মধ্যে তিনজন বেঁচে গেছেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এরমধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল।
এরআগে ২০১৫ সালে রাজধানী জুবা থেকে রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। কার্গো বিমান হলেও সেটির ভেতর কয়েক ডজন মানুষ ছিলেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্তের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। তবে এটি ওই বিমানের অংম কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

জাতিসংঘ পরিচালিত রেডিও মিরায়া বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। বাকি তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও; তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। রেডিওটি বলেছে, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে বিমানটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন। ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েচ বিপাল জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে ২০ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। বিমানটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে তিনি জানান, দুর্ঘটনা কবলিত বিমানে ২১ আরোহী ছিলেন। যার মধ্যে তিনজন বেঁচে গেছেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এরমধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল।
এরআগে ২০১৫ সালে রাজধানী জুবা থেকে রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। কার্গো বিমান হলেও সেটির ভেতর কয়েক ডজন মানুষ ছিলেন।