ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দক্ষিণ থেকে বলিউড—আলোচনার কেন্দ্রে রেজিনা ক্যাসান্দ্রা

  • আপডেট সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের তামিল ও তেলুগু সিনেমায় ইতিমধ্যেই নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন রেজিনা ক্যাসান্দ্রা। এবার ধীরে ধীরে তিনি জায়গা করে নিচ্ছেন বলিউডের আলোচিত অভিনেত্রীদের তালিকায়। সম্প্রতি সানি দেওলের ‘জাত’ এবং অক্ষয় কুমারের ‘কেসরি ২’ ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাওয়া এই দুই সিনেমায় মূল নারী চরিত্রে অভিনয় করেছেন রেজিনা। এর পর থেকেই বলিউডে শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনার ঝড়। চেন্নাইয়ের এক সাধারণ পরিবারে জন্ম রেজিনার, ১৯৯০ সালের ডিসেম্বরে। মাত্র ৯ বছর বয়সে ‘স্প্ল্যাশ’ নামের একটি শিশুতোষ চ্যানেলের সঞ্চালক হিসেবে মিডিয়ায় পথচলা শুরু তার। এরপর ক্রমে বড় পর্দার দিকেই ঝোঁকেন তিনি। শিক্ষাগত দিক থেকেও পিছিয়ে নন রেজিনা। তিনি চেন্নাইয়ের উইমেনস ক্রিশ্চিয়ান কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৫ সালে তামিল ছবি ‘কান্ডা নাল মুধল’ দিয়ে তার সিনেমায় অভিষেক। পরে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি জায়গা করে নেন ‘শিব মনসুলো শ্রুতি’ ছবির মাধ্যমে, যেখানে তিনি সুধীর বাবুর বিপরীতে অভিনয় করেন। এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী (তেলুগু) বিভাগে সিমা অ্যাওয়ার্ড জিতেছিলেন। এরপর একে একে সুন্দীপ কিষাণ, শিবকার্তিকেয়ান, বিজয় সেতুপতি এবং রানা দাগ্গুবতীর সঙ্গে বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করেন রেজিনা।

২০১৯ সালে ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর কিছুদিন দক্ষিণে ব্যস্ত থাকলেও ২০২৫ সালে আবারও ফিরেছেন হিন্দি সিনেমায় এবার বড়সড় দুই প্রজেক্ট নিয়ে। ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত ‘জাত’ ছবিতে রণদীপ হুদার স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অন্যদিকে, ১৮ এপ্রিল মুক্তি পাওয়া ‘কেসরি ২’-তে তাকে দেখা গেছে অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে। ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। দুইটি সফল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও রেজিনাকে দেখা যায়নি কোনো প্রচারণায়। এমনকি অনলাইনে ছবির স্টার কাস্ট তালিকাতেও তার নাম নেই। বিষয়টি ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।
রেজিনার হাতে এখনো বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে। তার মধ্যে ‘মুকুতি অম্মান ২’, ‘সেকশন ১০৮’, ও ‘ফ্ল্যাশব্যাক’ ইতিমধ্যেই আলোচনায়। বলিউডে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত রেজিনা ক্যাসান্দ্রা। এবার দেখার বিষয়, তিনি কীভাবে সামনের সময়গুলোতে তার ক্যারিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ থেকে বলিউড—আলোচনার কেন্দ্রে রেজিনা ক্যাসান্দ্রা

আপডেট সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের তামিল ও তেলুগু সিনেমায় ইতিমধ্যেই নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন রেজিনা ক্যাসান্দ্রা। এবার ধীরে ধীরে তিনি জায়গা করে নিচ্ছেন বলিউডের আলোচিত অভিনেত্রীদের তালিকায়। সম্প্রতি সানি দেওলের ‘জাত’ এবং অক্ষয় কুমারের ‘কেসরি ২’ ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাওয়া এই দুই সিনেমায় মূল নারী চরিত্রে অভিনয় করেছেন রেজিনা। এর পর থেকেই বলিউডে শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনার ঝড়। চেন্নাইয়ের এক সাধারণ পরিবারে জন্ম রেজিনার, ১৯৯০ সালের ডিসেম্বরে। মাত্র ৯ বছর বয়সে ‘স্প্ল্যাশ’ নামের একটি শিশুতোষ চ্যানেলের সঞ্চালক হিসেবে মিডিয়ায় পথচলা শুরু তার। এরপর ক্রমে বড় পর্দার দিকেই ঝোঁকেন তিনি। শিক্ষাগত দিক থেকেও পিছিয়ে নন রেজিনা। তিনি চেন্নাইয়ের উইমেনস ক্রিশ্চিয়ান কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৫ সালে তামিল ছবি ‘কান্ডা নাল মুধল’ দিয়ে তার সিনেমায় অভিষেক। পরে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি জায়গা করে নেন ‘শিব মনসুলো শ্রুতি’ ছবির মাধ্যমে, যেখানে তিনি সুধীর বাবুর বিপরীতে অভিনয় করেন। এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী (তেলুগু) বিভাগে সিমা অ্যাওয়ার্ড জিতেছিলেন। এরপর একে একে সুন্দীপ কিষাণ, শিবকার্তিকেয়ান, বিজয় সেতুপতি এবং রানা দাগ্গুবতীর সঙ্গে বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করেন রেজিনা।

২০১৯ সালে ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর কিছুদিন দক্ষিণে ব্যস্ত থাকলেও ২০২৫ সালে আবারও ফিরেছেন হিন্দি সিনেমায় এবার বড়সড় দুই প্রজেক্ট নিয়ে। ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত ‘জাত’ ছবিতে রণদীপ হুদার স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অন্যদিকে, ১৮ এপ্রিল মুক্তি পাওয়া ‘কেসরি ২’-তে তাকে দেখা গেছে অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে। ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। দুইটি সফল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও রেজিনাকে দেখা যায়নি কোনো প্রচারণায়। এমনকি অনলাইনে ছবির স্টার কাস্ট তালিকাতেও তার নাম নেই। বিষয়টি ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।
রেজিনার হাতে এখনো বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে। তার মধ্যে ‘মুকুতি অম্মান ২’, ‘সেকশন ১০৮’, ও ‘ফ্ল্যাশব্যাক’ ইতিমধ্যেই আলোচনায়। বলিউডে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত রেজিনা ক্যাসান্দ্রা। এবার দেখার বিষয়, তিনি কীভাবে সামনের সময়গুলোতে তার ক্যারিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যান।