ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার আগেই ইউরোপে ছিল ওমিক্রন

  • আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার আগেই ইউরোপে পাওয়া যায় এই ধরনটি। গত মঙ্গলবার নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এদিকে ব্রাজিলেও ওমিক্রনে আক্রান্ত দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার এই নতুন ধরন। এরই বেশ কয়েকটি দেশ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মঙ্গলবার জানিয়েছেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা ভালোর চেয়ে বেশি খারাপ ফল আনবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার ওমিক্রন ধরনে তেমন কার্যকর নয় প্রচলিত ভ্যাকসিনগুলো। পাশাপাশি এটি অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক। নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ এবং ২৩ নভেম্বর নেদারল্যান্ডসে দুজনের শরীরে ওমিক্রন পাওয়া যায়। এদের কোনো ভ্রমণের ইতিহাসও ছিল না। এদিকে ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ সতর্কতা জারি করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার আগেই ইউরোপে ছিল ওমিক্রন

আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার আগেই ইউরোপে পাওয়া যায় এই ধরনটি। গত মঙ্গলবার নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এদিকে ব্রাজিলেও ওমিক্রনে আক্রান্ত দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার এই নতুন ধরন। এরই বেশ কয়েকটি দেশ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মঙ্গলবার জানিয়েছেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা ভালোর চেয়ে বেশি খারাপ ফল আনবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার ওমিক্রন ধরনে তেমন কার্যকর নয় প্রচলিত ভ্যাকসিনগুলো। পাশাপাশি এটি অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক। নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ এবং ২৩ নভেম্বর নেদারল্যান্ডসে দুজনের শরীরে ওমিক্রন পাওয়া যায়। এদের কোনো ভ্রমণের ইতিহাসও ছিল না। এদিকে ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ সতর্কতা জারি করা হয়েছে।