ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে মার্কো জনসেন

  • আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ডোয়াইন প্রিটোরিয়াসের ইনজুরিতে কপাল খুলে গেল মার্কো জনসেনের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার হাতছানি তার সামনে। ভারত সফরে গিয়ে চোট পাওয়া প্রিটোরিয়াসের বদলি হিসেবে এই পেস বোলিং অলরাউন্ডারকে বিশ্বকাপের ১৫ সদস্যের মূল দলে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চলতি মাসের শুরুতে ভারত সফরে গিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান প্রিটোরিয়াস। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, সেই চোট থেকে সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে। এভাবেই শেষ হয়ে যায় তার বিশ্বকাপ খেলার স্বপ্ন। তার জায়গায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন জনসেন। তখনই ধারণা করা হয়, তাকে বিশ্বকাপ দলেও ডাকা হতে পারে।
২২ বছর বয়সী জনসেন এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। গত জুনে রাজকোটে ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ২২ টি-টোয়েন্টিতে তার শিকার ১৭ উইকেট। এ ছাড়া বিশ্বকাপের রিজার্ভ তালিকায় যুক্ত করা হয়েছে পেসার লিজাড উইলিয়ামসকে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে মার্কো জনসেন

আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : ডোয়াইন প্রিটোরিয়াসের ইনজুরিতে কপাল খুলে গেল মার্কো জনসেনের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার হাতছানি তার সামনে। ভারত সফরে গিয়ে চোট পাওয়া প্রিটোরিয়াসের বদলি হিসেবে এই পেস বোলিং অলরাউন্ডারকে বিশ্বকাপের ১৫ সদস্যের মূল দলে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চলতি মাসের শুরুতে ভারত সফরে গিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান প্রিটোরিয়াস। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, সেই চোট থেকে সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে। এভাবেই শেষ হয়ে যায় তার বিশ্বকাপ খেলার স্বপ্ন। তার জায়গায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন জনসেন। তখনই ধারণা করা হয়, তাকে বিশ্বকাপ দলেও ডাকা হতে পারে।
২২ বছর বয়সী জনসেন এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। গত জুনে রাজকোটে ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ২২ টি-টোয়েন্টিতে তার শিকার ১৭ উইকেট। এ ছাড়া বিশ্বকাপের রিজার্ভ তালিকায় যুক্ত করা হয়েছে পেসার লিজাড উইলিয়ামসকে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।