ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বিশ্বকাপ খেলবেন নামিবিয়ার হয়ে

  • আপডেট সময় : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আগামী অক্টোবরে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসে। তবে এবার প্রোটিয়া জার্সিতে নয়, তাকে দেখা যাবে ভিন্ন এক দলের হয়ে খেলতে। ডেভিড উইসের বাবার জন্মস্থান নামিবিয়া। তাই পৈত্রিকসূত্রে নামিবিয়ার নাগরিক হিসেবে সেই দেশের হয়েই নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন ৩৬ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার।
ক্রিকেট নামিবিয়ার প্রধান নির্বাহী জোহান মুলার সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন এ তথ্য। তবে এখনও পর্যন্ত নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়নি। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব দলকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলে, সরাসরি বিশ্বকাপেই নামিবিয়ার হয়ে অভিষেক হবে উইসের। কেননা এখনও পর্যন্ত দেশটির হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। ২০১৬ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইসে। এরপর ২০১৭ সালে সাসেক্সের সঙ্গে করেন কলপাক চুক্তি। এরপর থেকে কাউন্টির হয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলে চলেছেন তিনি। এখন দ্য হানড্রেডে খেলছেন লন্ডন স্পিরিট দলের হয়ে। নিজের সেরা সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একপ্রকার হটকেকই ছিলেন উইসে। আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএল- প্রায় সব টুর্নামেন্টেই খেলেছেন তিনি। প্রোটিয়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৬ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ। নামিবিয়া দলে উইসের আগেই রয়েছেন আরও দুই দক্ষিণ আফ্রিকান। দলটির কোচ সাবেক দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় পিয়েরে ডি ব্রুইন এবং টিম ম্যানেজম্যান্টে রয়েছেন সাবেক তারকা অলরাউন্ডার আলবি মরকেল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বিশ্বকাপ খেলবেন নামিবিয়ার হয়ে

আপডেট সময় : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : আগামী অক্টোবরে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসে। তবে এবার প্রোটিয়া জার্সিতে নয়, তাকে দেখা যাবে ভিন্ন এক দলের হয়ে খেলতে। ডেভিড উইসের বাবার জন্মস্থান নামিবিয়া। তাই পৈত্রিকসূত্রে নামিবিয়ার নাগরিক হিসেবে সেই দেশের হয়েই নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন ৩৬ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার।
ক্রিকেট নামিবিয়ার প্রধান নির্বাহী জোহান মুলার সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন এ তথ্য। তবে এখনও পর্যন্ত নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়নি। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব দলকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলে, সরাসরি বিশ্বকাপেই নামিবিয়ার হয়ে অভিষেক হবে উইসের। কেননা এখনও পর্যন্ত দেশটির হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। ২০১৬ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইসে। এরপর ২০১৭ সালে সাসেক্সের সঙ্গে করেন কলপাক চুক্তি। এরপর থেকে কাউন্টির হয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলে চলেছেন তিনি। এখন দ্য হানড্রেডে খেলছেন লন্ডন স্পিরিট দলের হয়ে। নিজের সেরা সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একপ্রকার হটকেকই ছিলেন উইসে। আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএল- প্রায় সব টুর্নামেন্টেই খেলেছেন তিনি। প্রোটিয়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৬ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ। নামিবিয়া দলে উইসের আগেই রয়েছেন আরও দুই দক্ষিণ আফ্রিকান। দলটির কোচ সাবেক দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় পিয়েরে ডি ব্রুইন এবং টিম ম্যানেজম্যান্টে রয়েছেন সাবেক তারকা অলরাউন্ডার আলবি মরকেল।