ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

দক্ষিণী সিনেমার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা

  • আপডেট সময় : ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কিয়ারা আদবাণী বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন। এই সময়ের অনেক জনপ্রিয় পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দ তিনি। তবে এবার নতুন একটি তালিকায় নাম যুক্ত হচ্ছে কিয়ারার। সম্প্রতি এ অভিনেত্রী সুখবর দিয়েছেন- তিনি মা হতে যাচ্ছেন। জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবাণী। এমন খবরে তাদের অনুরাগীরা ভীষণ আনন্দিত। জানা গেছে, মা হওয়ার সিদ্ধান্তের জন্যই একটি সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন কিয়ারা। ডন ফ্রাঞ্চাইজিতে অভিনয় করার কথা ছিল এ নায়িকার।

কিন্তু সেই সিনেমা ছেড়ে দিয়েছেন তিনি।
তবে এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা আদবাণী। পাল্লা দিতে চলেছেন দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে! এবার তাকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। সিনেমার নাম ‘টক্সিক’। জানা যাচ্ছে, এ সিনেমার জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকারও বেশি। এ সিনেমার মাধ্যমেই কন্নড় চলচ্চিত্রজগতে তিনি পা রাখছেন।

তবে কিয়ারার আগে এই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা। দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সেই জায়গায় কিয়ারা ‘টক্সিক’ সিনেমার জন্য পারিশ্রমিক চেয়েছেন ১৫ কোটি রুপি। প্রিয়াঙ্কা চোপড়াকেও এবার দেখা যাবে দক্ষিণী সিনেমাতে। এসএস রাজামৌলির পরবর্তী সিনেমাতে তিনি নাকি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমাতেও কিয়ারাকে দেখা যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দক্ষিণী সিনেমার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা

আপডেট সময় : ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: কিয়ারা আদবাণী বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন। এই সময়ের অনেক জনপ্রিয় পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দ তিনি। তবে এবার নতুন একটি তালিকায় নাম যুক্ত হচ্ছে কিয়ারার। সম্প্রতি এ অভিনেত্রী সুখবর দিয়েছেন- তিনি মা হতে যাচ্ছেন। জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবাণী। এমন খবরে তাদের অনুরাগীরা ভীষণ আনন্দিত। জানা গেছে, মা হওয়ার সিদ্ধান্তের জন্যই একটি সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন কিয়ারা। ডন ফ্রাঞ্চাইজিতে অভিনয় করার কথা ছিল এ নায়িকার।

কিন্তু সেই সিনেমা ছেড়ে দিয়েছেন তিনি।
তবে এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা আদবাণী। পাল্লা দিতে চলেছেন দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে! এবার তাকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। সিনেমার নাম ‘টক্সিক’। জানা যাচ্ছে, এ সিনেমার জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকারও বেশি। এ সিনেমার মাধ্যমেই কন্নড় চলচ্চিত্রজগতে তিনি পা রাখছেন।

তবে কিয়ারার আগে এই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা। দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সেই জায়গায় কিয়ারা ‘টক্সিক’ সিনেমার জন্য পারিশ্রমিক চেয়েছেন ১৫ কোটি রুপি। প্রিয়াঙ্কা চোপড়াকেও এবার দেখা যাবে দক্ষিণী সিনেমাতে। এসএস রাজামৌলির পরবর্তী সিনেমাতে তিনি নাকি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমাতেও কিয়ারাকে দেখা যাবে।