নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ শরীফ উদ্দিন চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ এ তথ্য জানায়।
বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবা ইয়াসমিন বলেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানার কসাইবাড়ী রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যসহ শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দক্ষিণখান থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।