ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

থেরাপির পর হাঁটাহাঁটি করছেন খালেদা জিয়া

  • আপডেট সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা- ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগে চেয়ে সুস্থ রয়েছেন। গত রোববার (১২ জানুয়ারি) তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

এছাড়া রোববারও তার বড় ছেলে তারেক রহমানের বাসায় রান্না করা খাবার খেয়েছেন তিনি। খাবার নিয়ে হাসপাতালে প্রবেশের সময় তারেক জিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সবাই সবার জন্য দোয়া করবেন।

খালেদা জিয়ার সফরসঙ্গীরা আরও জানিয়েছেন, যিনি খালেদা জিয়ার মূল চিকিৎসা কার্যক্রম দেখাশোনা করছেন সেই প্রফেসর পেট্রিক কেনেডি রোববার দুপুরে এসেছিলেন। তিনি জানিয়েছেন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে কাজ করছেন। তারা খালেদা জিয়াকে থেরাপি দেওয়ার পর তিনি হালকা হাঁটাহাঁটি করেছেন। তারেক রহমান ও ড. জোবাইদা রহমান তার জন্য খাবার নিয়ে এলে সেই খাবার খেয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সে সময়।

ফাইল ছবি

যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীরা প্রায় সারাদিন হাসপাতালের বাইরে অবস্থান করেন। তারা জানান, সারাদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে রোববার প্রায় মধ্যরাতে স্ত্রী ড. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাসায় ফেরেন তারেক রহমান।

এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আগের চেয়ে ভালো আছেন তার মা।

যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমদ জানান, প্রতিদিনই খালেদা জিয়ার ছেলে ও ছেলের বউরা এবং নাতিরা আসছেন হাসপাতালে। তাদের সঙ্গে সময় কাটিয়ে তিনি মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

থেরাপির পর হাঁটাহাঁটি করছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগে চেয়ে সুস্থ রয়েছেন। গত রোববার (১২ জানুয়ারি) তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

এছাড়া রোববারও তার বড় ছেলে তারেক রহমানের বাসায় রান্না করা খাবার খেয়েছেন তিনি। খাবার নিয়ে হাসপাতালে প্রবেশের সময় তারেক জিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সবাই সবার জন্য দোয়া করবেন।

খালেদা জিয়ার সফরসঙ্গীরা আরও জানিয়েছেন, যিনি খালেদা জিয়ার মূল চিকিৎসা কার্যক্রম দেখাশোনা করছেন সেই প্রফেসর পেট্রিক কেনেডি রোববার দুপুরে এসেছিলেন। তিনি জানিয়েছেন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে কাজ করছেন। তারা খালেদা জিয়াকে থেরাপি দেওয়ার পর তিনি হালকা হাঁটাহাঁটি করেছেন। তারেক রহমান ও ড. জোবাইদা রহমান তার জন্য খাবার নিয়ে এলে সেই খাবার খেয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সে সময়।

ফাইল ছবি

যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীরা প্রায় সারাদিন হাসপাতালের বাইরে অবস্থান করেন। তারা জানান, সারাদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে রোববার প্রায় মধ্যরাতে স্ত্রী ড. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাসায় ফেরেন তারেক রহমান।

এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আগের চেয়ে ভালো আছেন তার মা।

যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমদ জানান, প্রতিদিনই খালেদা জিয়ার ছেলে ও ছেলের বউরা এবং নাতিরা আসছেন হাসপাতালে। তাদের সঙ্গে সময় কাটিয়ে তিনি মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন।