ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

থিকশানার হ্যাটট্রিকের ম্যাচে লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ নিউ জিল্যান্ডের

  • আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক উপহার দিলেন মাহিশ থিকশানা। তার কীর্তি গড়া বোলিং ছাপিয়েই রাচিন রাভিন্দ্রা ও মার্ক চ্যাপম্যানের ফিফটিতে লড়ার মতো পুঁজি গড়ল নিউ জিল্যান্ড। পরে সম্মিলিত চেষ্টায় চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কাকে দেড়শর আগে গুটিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানে জিতেছে নিউ জিল্যান্ড। ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ২৫৫ রান করে তারা।

পরে লঙ্কানদের গুঁড়িয়ে দেয় স্রেফ ১৪২ রানে। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে থিকশানার; শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তিনি।

তিনবার এই স্বাদ পেয়েছেন লাসিথ মালিঙ্গা, দুইবার চামিন্দা ভাস। থিকশানার আগে দেশটির সবশেষ এই কীর্তি গড়েছিলেন দিলশান মাদুশাঙ্কা, ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে।

নিউ জিল্যান্ডকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার পথে ১ ছক্কা ও ৯ চারে ৭৯ রান করেন রাভিন্দ্রা। ২ ছক্কা ও ৫ চারে ৬২ রান করেন চ্যাপম্যান। লঙ্কানদের ইনিংসে একমাত্র ফিফটি কামিন্দু মেন্ডিসের, ৩ ছক্কা ও ৫ চারে ৬৪। আর কেউ ২৫ রানও করতে পারেননি।

সেডন পার্কে এদিন বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইল ইয়াংকে হারায় নিউ জিল্যান্ড। পরে রাভিন্দ্রা ও চ্যাপম্যানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।

দুইজনে গড়েন ১১২ রানের জুটি। ৪৪ বলে ফিফটি করা চ্যাপম্যান বেশিদূর যেতে পারেননি। তাকে ফিরিয়ে জমে যাওয়া যুগলবন্দি ভাঙেন থিকশানা। ৪৩ বলে ফিফটি করে ইনিংস আরেকটু টেনে নেন রাভিন্দ্রা।

তার দারুণ ইনিংসটি থামে ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে চারিথ আসালাঙ্কার দারুণ ক্যাচে।
পরে ড্যারিল মিচেলের ৩৮ বলে ৩৮, গ্লেন ফিলিপসের ২৬ বলে ২২ এবং মিচেল স্যান্টনারের ১৫ বলে ২০ রানের ইনিংসে আড়াইশ ছাড়ায় নিউ জিল্যান্ডের রান। প্রথম ইনিংসের শেষ দিকে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন থিকশানা। ৩৫তম ওভারে শেষ দুই বলে স্যান্টনার ও ন্যাথান স্মিথকে ফিরিয়ে দেন এই রহস্য স্পিনার।

পরে ৩৭ ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে বিদায় করে হ্যাটট্রিক করেন তিনি। রান তাড়ায় লঙ্কানদের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। হেনরি, ডাফিদের বোলিংয়ে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় তারা।

জানিথ লিয়ানাগে ও কামিন্দু হাল ধরার চেষ্টা করেন। লিয়ানাগেকে ফিরিয়ে ৫৭ রানের জুটি ভাঙেন স্মিথ। পরের ব্যাটসম্যানরা পারেননি দলকে টানতে। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কামিন্দু।

৫৮ বলে ফিফটি করে তিনিও পারেননি ইনিংস বেশি বড় করতে। তাতে বড় পরাজয়ের তেতো স্বাদ পায় লঙ্কানরা। আগামী শনিবার অকল্যান্ডে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৩৭ ওভারে ২৫৫/৯ (ইয়াং ১৬, রাভিন্দ্রা, চ্যাপম্যান ৬২, মিচেল ৩৮, ল্যাথাম ১, ফিলিপস ২২, স্যান্টনার ২০, স্মিথ ০, হেনরি ১, ডাফি ০*, ও’রোক ৩*; আসিথা ৭-০-৫৪-১, থিকশানা ৮-০-৪৪-৪, মালিঙ্গা ৭-০-৫৪-১, আসালাঙ্কা ৩-০-২৪-০, হাসারাঙ্গা ৮-০-৩৯-২, লিয়ানাগে ৩-০-২১-০, উইক্রামাসিংহে ১-০-১০-০)
শ্রীলঙ্কা: ৩০.২ ওভারে ১৪২ (নিসাঙ্কা ১, আভিশকা ১০, মেন্ডিস ২, কামিন্দু ৬৪, আসালাঙ্কা ৪, লিয়ানাগে ২২, উইক্রামাসিংহে ১৭, হাসারাঙ্গা ১, থিকশানা ৬, মালিঙ্গা ৪, আসিথা ০*; হেনরি ৫-১-১৯-১, ডাফি ৫-১-৩০-২, ও’রোক ৬.২-০-৩১-৩, স্মিথ ৭-১-৩৪-১, স্যান্টনার ৫-০-১৪-১, মিচেল ২-০-১৩-০)
ফল: নিউ জিল্যান্ড ১১৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাচিন রাভিন্দ্রা
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে কিউইরা

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

থিকশানার হ্যাটট্রিকের ম্যাচে লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ নিউ জিল্যান্ডের

আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক উপহার দিলেন মাহিশ থিকশানা। তার কীর্তি গড়া বোলিং ছাপিয়েই রাচিন রাভিন্দ্রা ও মার্ক চ্যাপম্যানের ফিফটিতে লড়ার মতো পুঁজি গড়ল নিউ জিল্যান্ড। পরে সম্মিলিত চেষ্টায় চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কাকে দেড়শর আগে গুটিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানে জিতেছে নিউ জিল্যান্ড। ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ২৫৫ রান করে তারা।

পরে লঙ্কানদের গুঁড়িয়ে দেয় স্রেফ ১৪২ রানে। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে থিকশানার; শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তিনি।

তিনবার এই স্বাদ পেয়েছেন লাসিথ মালিঙ্গা, দুইবার চামিন্দা ভাস। থিকশানার আগে দেশটির সবশেষ এই কীর্তি গড়েছিলেন দিলশান মাদুশাঙ্কা, ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে।

নিউ জিল্যান্ডকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার পথে ১ ছক্কা ও ৯ চারে ৭৯ রান করেন রাভিন্দ্রা। ২ ছক্কা ও ৫ চারে ৬২ রান করেন চ্যাপম্যান। লঙ্কানদের ইনিংসে একমাত্র ফিফটি কামিন্দু মেন্ডিসের, ৩ ছক্কা ও ৫ চারে ৬৪। আর কেউ ২৫ রানও করতে পারেননি।

সেডন পার্কে এদিন বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইল ইয়াংকে হারায় নিউ জিল্যান্ড। পরে রাভিন্দ্রা ও চ্যাপম্যানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।

দুইজনে গড়েন ১১২ রানের জুটি। ৪৪ বলে ফিফটি করা চ্যাপম্যান বেশিদূর যেতে পারেননি। তাকে ফিরিয়ে জমে যাওয়া যুগলবন্দি ভাঙেন থিকশানা। ৪৩ বলে ফিফটি করে ইনিংস আরেকটু টেনে নেন রাভিন্দ্রা।

তার দারুণ ইনিংসটি থামে ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে চারিথ আসালাঙ্কার দারুণ ক্যাচে।
পরে ড্যারিল মিচেলের ৩৮ বলে ৩৮, গ্লেন ফিলিপসের ২৬ বলে ২২ এবং মিচেল স্যান্টনারের ১৫ বলে ২০ রানের ইনিংসে আড়াইশ ছাড়ায় নিউ জিল্যান্ডের রান। প্রথম ইনিংসের শেষ দিকে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন থিকশানা। ৩৫তম ওভারে শেষ দুই বলে স্যান্টনার ও ন্যাথান স্মিথকে ফিরিয়ে দেন এই রহস্য স্পিনার।

পরে ৩৭ ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে বিদায় করে হ্যাটট্রিক করেন তিনি। রান তাড়ায় লঙ্কানদের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। হেনরি, ডাফিদের বোলিংয়ে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় তারা।

জানিথ লিয়ানাগে ও কামিন্দু হাল ধরার চেষ্টা করেন। লিয়ানাগেকে ফিরিয়ে ৫৭ রানের জুটি ভাঙেন স্মিথ। পরের ব্যাটসম্যানরা পারেননি দলকে টানতে। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কামিন্দু।

৫৮ বলে ফিফটি করে তিনিও পারেননি ইনিংস বেশি বড় করতে। তাতে বড় পরাজয়ের তেতো স্বাদ পায় লঙ্কানরা। আগামী শনিবার অকল্যান্ডে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৩৭ ওভারে ২৫৫/৯ (ইয়াং ১৬, রাভিন্দ্রা, চ্যাপম্যান ৬২, মিচেল ৩৮, ল্যাথাম ১, ফিলিপস ২২, স্যান্টনার ২০, স্মিথ ০, হেনরি ১, ডাফি ০*, ও’রোক ৩*; আসিথা ৭-০-৫৪-১, থিকশানা ৮-০-৪৪-৪, মালিঙ্গা ৭-০-৫৪-১, আসালাঙ্কা ৩-০-২৪-০, হাসারাঙ্গা ৮-০-৩৯-২, লিয়ানাগে ৩-০-২১-০, উইক্রামাসিংহে ১-০-১০-০)
শ্রীলঙ্কা: ৩০.২ ওভারে ১৪২ (নিসাঙ্কা ১, আভিশকা ১০, মেন্ডিস ২, কামিন্দু ৬৪, আসালাঙ্কা ৪, লিয়ানাগে ২২, উইক্রামাসিংহে ১৭, হাসারাঙ্গা ১, থিকশানা ৬, মালিঙ্গা ৪, আসিথা ০*; হেনরি ৫-১-১৯-১, ডাফি ৫-১-৩০-২, ও’রোক ৬.২-০-৩১-৩, স্মিথ ৭-১-৩৪-১, স্যান্টনার ৫-০-১৪-১, মিচেল ২-০-১৩-০)
ফল: নিউ জিল্যান্ড ১১৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাচিন রাভিন্দ্রা
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে কিউইরা