নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে চলমান রাষ্ট্রীয় শোকের কারণে থার্টি ফার্স্ট নাইটের (৩১ ডিসেম্বর) সকল ধরনের উৎসব ও আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ওড়ানো এবং গ্যাস বেলুন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ইংরেজি নববর্ষ বরণে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা যাবে না।
নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনমনে বিরক্তি ও উপদ্রব সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। শোকের গাম্ভীর্য বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য ডিএমপি কমিশনার নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, আজ বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
শোকের এই পরিবেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা উৎসব বন্ধে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওআ/আপ্র/৩১/১২/২০২৫



















