ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

থানা হেফাজতে অভিনেতা সিদ্দিক

  • আপডেট সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক চ্যানেল আই অনলাইনকে সিদ্দিকুরের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান।

এরআগে সিদ্দিককে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে অভিনেতা সিদ্দিককে রাস্তায় হাঁটতে দেখা যায়, তার পাশে দুজন পুলিশকেও দেখা যায়। এসময় কেউ একজন তাকে উদ্দেশ্য করে ‘আওয়ামী দোসর’ বলে মন্তব্য করেন।

ভিডিওটিতে এসময় সিদ্দিকের বিরুদ্ধে ওই মন্তব্যকারীকে বেশকিছু অভিযোগ করতে শোনা যায়। আওয়ামী দোসর হিসেবে কেন পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করে আদালতে বিচারের সম্মুখিন করছে না, এ বিষয়েও কথা বলতে শোনা যায়। এর কিছু সময় পরেই উত্তেজীত ছাত্র-জনতা সিদ্দিকের উপর চড়াও হয়। এসময় মারধরে অভিনেতার পরনে থাকা গেঞ্জিটি ছিঁড়ে ফেলেন তারা। পরে সিদ্দিককে নিয়ে থানায় রওনা হন কয়েকজন। অভিনেতার বাম হাত ধরে থাকা একজন ব্যক্তিকে এসময় বলতে দেখা যায়, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।

’ এসময় একজন উত্তেজীত কণ্ঠে হাবিবুল্লাহ বাহার কলেজের দুজন ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ হওয়ার কথাও বলেন। আওয়ামী দোসর সিদ্দিককে কোনোভাবেই ছাড়া হবে না বলেও গলা চড়ান একজন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

থানা হেফাজতে অভিনেতা সিদ্দিক

আপডেট সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক চ্যানেল আই অনলাইনকে সিদ্দিকুরের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান।

এরআগে সিদ্দিককে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে অভিনেতা সিদ্দিককে রাস্তায় হাঁটতে দেখা যায়, তার পাশে দুজন পুলিশকেও দেখা যায়। এসময় কেউ একজন তাকে উদ্দেশ্য করে ‘আওয়ামী দোসর’ বলে মন্তব্য করেন।

ভিডিওটিতে এসময় সিদ্দিকের বিরুদ্ধে ওই মন্তব্যকারীকে বেশকিছু অভিযোগ করতে শোনা যায়। আওয়ামী দোসর হিসেবে কেন পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করে আদালতে বিচারের সম্মুখিন করছে না, এ বিষয়েও কথা বলতে শোনা যায়। এর কিছু সময় পরেই উত্তেজীত ছাত্র-জনতা সিদ্দিকের উপর চড়াও হয়। এসময় মারধরে অভিনেতার পরনে থাকা গেঞ্জিটি ছিঁড়ে ফেলেন তারা। পরে সিদ্দিককে নিয়ে থানায় রওনা হন কয়েকজন। অভিনেতার বাম হাত ধরে থাকা একজন ব্যক্তিকে এসময় বলতে দেখা যায়, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।

’ এসময় একজন উত্তেজীত কণ্ঠে হাবিবুল্লাহ বাহার কলেজের দুজন ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ হওয়ার কথাও বলেন। আওয়ামী দোসর সিদ্দিককে কোনোভাবেই ছাড়া হবে না বলেও গলা চড়ান একজন।