ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

থানায় চুরি-ছিনতাইয়ের মামলা না নিলে অভিযোগ দিন

  • আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মাবাইল চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট থানা মামলা না নিলে বা নিতে গড়িমসি করলে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
গতকাল শনিবার মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে- যদি কোনও থানা চুরি কিংবা ছিনতাইয়ের মামলা নিতে গড়িমসি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়গুলো আমরা মনিটরিং করছি। ঈদ এবং রোজাকে সামনে রেখে প্রতিবছরই ছিনতাই, অজ্ঞানপার্টি ও মলমপার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এবারও রাজধানীর বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইল চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মাহবুব আলম বলেন, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এ ধরনের অপতৎপরতার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করছে। তারই ধারাবাহিকতায় গত দু’দিনে চলমান অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে ২৭ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। প্রসঙ্গত, ডিএমপির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

থানায় চুরি-ছিনতাইয়ের মামলা না নিলে অভিযোগ দিন

আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : মাবাইল চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট থানা মামলা না নিলে বা নিতে গড়িমসি করলে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
গতকাল শনিবার মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে- যদি কোনও থানা চুরি কিংবা ছিনতাইয়ের মামলা নিতে গড়িমসি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়গুলো আমরা মনিটরিং করছি। ঈদ এবং রোজাকে সামনে রেখে প্রতিবছরই ছিনতাই, অজ্ঞানপার্টি ও মলমপার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এবারও রাজধানীর বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইল চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মাহবুব আলম বলেন, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এ ধরনের অপতৎপরতার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করছে। তারই ধারাবাহিকতায় গত দু’দিনে চলমান অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে ২৭ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। প্রসঙ্গত, ডিএমপির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া যাবে।