নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনার মোহনগঞ্জে থানার মাত্র ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদিদোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানার মোড়ে তার নিজ দোকান ‘নারায়ণ স্টোর’-এর ভেতর এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানার মোড়ে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে এক ক্রেতা দোকানের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে নারায়ণ পালের রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে আশপাশের বিভিন্ন দোকান ও ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মোহনগঞ্জ মনিহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডে আমরা হতবাক। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনও ব্যবসায়ীর সঙ্গে এমনটি না ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/০৭/১০/২০২৫