নিজস্ব প্রতিবেদক : থানাকে সার্ভিস ডেলিভারির কেন্দ্র বিবেচনা করে সেবা দেওয়ার গুণগতমান আরও বৃদ্ধির নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধীন পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। আইজিপি বলেন, ‘আমি নির্দেশ দিচ্ছি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে তাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে হবে। থানাকে সব সার্ভিস ডেলিভারির কেন্দ্র হিসেবে বিবেচনা করে, থানার সার্ভিস ডেলিভারির গুণগতমান দিন দিন আরও বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সফলতার মাধ্যমে আমরা মানুষেরা আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছি। থানা থেকেও একইভাবে সেবা দিয়ে মানুষ যে পুলিশ সম্পর্কে ধারণা করে, যে আশা-আকাঙ্ক্ষার ভরসার জায়গা পুলিশ সেটা ধরে রাখতে হবে।’ তিনি বলেন, আমি আশা করব প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ করতে চান পুলিশ সেই লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে। পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ পদায়ন ও পদোন্নতির স্বচ্ছতা আজ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। সমাজের সকল শ্রেণির মানুষ ও সব সংস্থা এবং সংগঠন আমাদের এসব কার্যক্রমের প্রশংসা করেছে। আমি সবার প্রতি আহ্বান জানাবো সর্বক্ষেত্রে আমাদের এই স্বচ্ছতা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে যে বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে মাদকের ভয়াবহতা প্রতিরোধ করত আমাদের সেই সাফল্য অর্জন করতে হবে। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানায় সেবার গুণগত মান বৃদ্ধির নির্দেশ আইজিপির
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ